Advertisement

টেলিভিশন

Mithai: মিঠাইয়ের নয়া স্টাইল স্টেটমেন্ট! ফ্যানেরা ধারাবাহিকেও চাইছেন নায়িকার এই লুক?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Dec 2021,
  • Updated 8:41 AM IST
  • 1/9

বাংলা টেলি জগতে সাফল্যের নতুন মাইলফলক ছুঁয়েছে 'মিঠাই'। ধারাবাহিকের জনপ্রিয়তার মতো যাকে কেন্দ্র করে এই গল্প অর্থাৎ সেই 'মিঠাইরানী' ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুও ততটাই জনপ্রিয়। 
 

  • 2/9

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন সৌমিতৃষা। ফ্যানদের সংখ্যাও নেহাত কম নয় তাঁর। আর প্রায় রোজই তাঁদের জন্য বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও, রিলস শেয়ার করেন অভিনেত্রী। 


 

  • 3/9

যার বেশিরভাগটাই থাকে 'মিঠাই' রূপেও। মিঠাই, মানেই শাড়ি, চুলের বেণী, ছোট্ট টিপ, সঙ্গে মাথা ভর্তি সিঁদুর ও শাঁখা -পলা। তবে সম্প্রতি নায়িকার সোশ্যাল পেজ ভরেছে একটু অন্য রকমের লুকে ছবিতে।  

  • 4/9

লম্বা খোলা চুলে মিঠাই! ধারাবাহিকে তাঁর লুকের থেকে একেবারে আলাদা। অবশ্য আলাদা বলা ভুল হবে। সম্প্রতি বেশ কয়েকটি দৃশ্য খোলা চুলেই দেখা গেছে তাঁকে। 
 

  • 5/9

'উচ্ছেবাবুর' জন্মদিনের দিন, সে তাঁর তুফানমেইলের হাতে প্রথমবার চুমু খান। আর ব্যস! স্বপ্নের এক অন্য দুনিয়ায় পৌঁছে যায় সে। সেই ঘোর থেকে কাটতেই রাতে মাথা ভিজিয়ে স্নান করে আসে মিঠাই। ভেজা চুলে ঠাণ্ডা লাগবে দেখে, সিডই ড্রায়ার দিয়ে তাঁর চুল শুকিয়ে যায়। এমনকী বলে তাঁর মায়েরও এরকম বড় সুন্দর চুল ছিল। 
 

  • 6/9

অন্য আরেকটি পর্বে টেসের ফাঁদে পড়ে পার্টিতে মদ্যপান করে মিঠাই। নেশাগ্রস্থ অবস্থায় সাঁড়াশি নিয়ে তাড়া করে নিজের বড় জা-কে। হুলুস্থুলু কাণ্ডে একেবারে নাজেহাল হয়ে পড়ে হল্লা পার্টি। ঘুমিয়ে পড়ে মিঠাই... সেই দৃশ্যেও তাঁকে দেখা যায় খোলা চুলে। 


 

  • 7/9

আসলে প্রিয় নায়িকার এই নতুন রূপ খুবই পছন্দ করছেন অনুগামীরা। ভার্চুয়াল ভালোবাসায় ভরেছে তাঁর সব ছবির কমেন্ট বক্স। এমনকী তাঁর বিভিন্ন পোস্ট ঘিরে ফ্যানরা একে অপরের সঙ্গে ঝগড়াও শুরু করে মাঝে মধ্যে। 

 

  • 8/9

গত ছত্রিশ সপ্তাহ ধরে রেটিং চার্টে শীর্ষ স্থান বহাল জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকের। গত সপ্তাহেও সেরার সেরা 'মিঠাই' -র, পেয়েছে ১১.২ নম্বর। 
 

  • 9/9

 'এ আমার গুরুদক্ষিণা' ধারাবাহিকে নেগেটিভ চরিত্র ঝিল্লি ভূমিকায় অভিনয় শুরু করেন সৌমিতৃষা। এরপর 'জয় কালী কলকাত্তাওয়ালী', 'গোপাল ভাঁড়' ও  'কনে বৌ'-র 'মিঠাই'। যা তাঁকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। 

Advertisement
Advertisement