Advertisement

মনোরঞ্জন

PHOTOS: কাজের জন্য শুতে হবে, কাস্টিং কাউচের শিকার পাক অভিনেত্রী

রজত কর্মকার
  • কলকাতা,
  • 26 Mar 2021,
  • Updated 4:17 PM IST
  • 1/12

দিন কতক আগে বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে কাস্টিং কাউচের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন।

  • 2/12

এ বার পাকিস্তানের অভিনেত্রী সাবা বুখারি জানালেন তাঁর কাস্টিং কাউচের অভিজ্ঞতা।

  • 3/12

পাকিস্তানের টিভি সিরিয়াল দিল না উম্মিদ হি সহি-র জনপ্রিয় চরিত্রে অভিনয় করেন সাবা।

  • 4/12

বিবিসি উর্দুকে দেওয়া একটি সাক্ষাৎকারে সাবা নিজের ভয়ানক অভিজ্ঞতার কথা বলেন।

 

  • 5/12

সাবা বলেন, 'রোল পাওয়ার পর আমার কাছে ফোন আসে। ওপার থেকে বলা হয়, ভালো চরিত্র আর পেমেন্ট তো আপনাকে দেওয়া হচ্ছে। তার বদলে আমারও কিছু চাই।'

  • 6/12

'আমি প্রথমে ভেবেছিলাম উনি টাকার কথা বলছেন। আমি বলি ঠিক আছে যা টাকা লাগবে কেটে নিন।'

  • 7/12

'উনি তখন বলেন, টাকা নয়, আমার সঙ্গে রাত কাটাতে হবে তোমায়। কথা শুনেই ফোন কেটে দিয়েছিলাম।'

  • 8/12

একটি ইনস্টাগ্রাম পোস্টেও সাবা নিজের অভিজ্ঞতার কথা জানান।

  • 9/12

একাধিক অভিনেতা, প্রযোজক, পরিচালকরা তাঁকে শোয়ার প্রস্তাব দিয়েছেন। যা সাবাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল।

  • 10/12

প্রথমে সাবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এত ফলোয়ার ছিল না। এই পোস্টের পর থেকে তিনি প্রচুর মানুষের সমর্থন পান।

  • 11/12

এর আগেও পাকিস্তানে আয়েশা ওমর, জারা নুর আব্বাস, অ্যাঞ্জেলিন মালিক, আফজর রহমানের মতো শিল্পীরা যৌন শোষণের বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন।

  • 12/12

হলিউডে এবং বলিউডের মতো পাকিস্তানেও #metoo মুভমেন্ট বিরাট আলোড়ন ফেলেছিল।

Advertisement
Advertisement