Advertisement

মনোরঞ্জন

Palak Tiwari: ডিপ নেকলাইনের ফ্লোরাল গাউনে 'বেবি ডল' পলক, PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 10 Dec 2025,
  • Updated 5:56 PM IST
  • 1/10

শ্বেতা তিওয়ারির মেয়ে পলক খুব কম সময়ের মধ্যে ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা অর্জন করেছেন।
 

  • 2/10

তবে পলক তাঁর অভিনয়ের চেয়ে নিজের গ্ল্যামারস ও বোল্ড লুকসের জন্য বেশি পরিচিত। 
 

  • 3/10

২০ বছরের পলক বেশ স্টাইলিস্ট। তাঁর প্রতিটি লুকস নেট পাড়ায় ঝড় তোলে। 
 

  • 4/10

ডিপ নেকলাইনের পোশাকে পলকের কিছু ছবি নেটপাড়ায় দারুণভাবে নজর কেড়েছে। ফ্লোরাল গাউনে পলককে বেবি ডল লাগছে। 
 

  • 5/10

এই পোশাকে পলক একাধিক পোজে ছবি তুলেছেন। 
 

  • 6/10

ফ্লোরাল গাউনের সঙ্গে  মেসি বান, আর এই লুকসে দারুণ সুন্দর লাগছে পলককে। 
 

  • 7/10

সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির মাধ্যমেই বলিউডে পলকের সফর শুরু হয়।
 

  • 8/10

এর মধ্যেই সইফপুত্র ইব্রাহিমের সঙ্গে পলকের প্রেমের গুঞ্জন তুঙ্গে।
 

  • 9/10

পলক সোশ্যাল মিডিয়ায় নিজের বোল্ড ছবি প্রায়ই দিয়ে থাকেন। 
 

  • 10/10

বিকিনি লুকসে পলকের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement