শ্বেতা তিওয়ারির মেয়ে পলক খুব কম সময়ের মধ্যে ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা অর্জন করেছেন।
তবে পলক তাঁর অভিনয়ের চেয়ে নিজের গ্ল্যামারস ও বোল্ড লুকসের জন্য বেশি পরিচিত।
২০ বছরের পলক বেশ স্টাইলিস্ট। তাঁর প্রতিটি লুকস নেট পাড়ায় ঝড় তোলে।
ডিপ নেকলাইনের পোশাকে পলকের কিছু ছবি নেটপাড়ায় দারুণভাবে নজর কেড়েছে। ফ্লোরাল গাউনে পলককে বেবি ডল লাগছে।
এই পোশাকে পলক একাধিক পোজে ছবি তুলেছেন।
ফ্লোরাল গাউনের সঙ্গে মেসি বান, আর এই লুকসে দারুণ সুন্দর লাগছে পলককে।
সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির মাধ্যমেই বলিউডে পলকের সফর শুরু হয়।
এর মধ্যেই সইফপুত্র ইব্রাহিমের সঙ্গে পলকের প্রেমের গুঞ্জন তুঙ্গে।
পলক সোশ্যাল মিডিয়ায় নিজের বোল্ড ছবি প্রায়ই দিয়ে থাকেন।
বিকিনি লুকসে পলকের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।