Advertisement

মনোরঞ্জন

Mimi Chakraborty Parents: সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন মিমি, চিনে নিন নায়িকার মা-বাবাকে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Dec 2025,
  • Updated 5:14 PM IST
  • 1/13

টলিউডের বিকিনি গার্ল মিমি চক্রবর্তী ভীষণভাবে ঘরোয়া। 
 

  • 2/13

জলপাইগুড়ির মেয়ে মিমি সুযোগ পেলেই বাড়িতে চলে যান নায়িকা। 
 

  • 3/13

তবে অনেকেই মিমির বাবা-মাকে চেনেন না। সম্প্রতি মিমি তাঁর সোশ্যাল মিডিয়ায় মা-বাবার একগুচ্ছ ছবি শেয়ার করেন।
 

  • 4/13

মিমির বাবার নাম অরুণ চক্রবর্তী ও মা তাপসী চক্রবর্তী। 
 

  • 5/13

একাধিক সূত্র থেকে জানা গিয়েছ, মিমির বাবা অরুণ চক্রবর্তী একজন নির্মাণ ব্যবসায়ী। 
 

  • 6/13

মা তাপসী চক্রবর্তী গৃহবধূ। মাঝে মধ্যেই তিনি মেয়ের সঙ্গে কসবার ফ্ল্যাটে এসে থাকেন। 
 

  • 7/13

আগে অভিনেত্রী, তারপর হন যাদবপুর কেন্দ্রের সাংসদ। মেয়ের সাফল্যে রীতিমতো গর্বিত মা-বাবা। 
 

  • 8/13

মেয়ের সব সিদ্ধান্তকেই সমর্থন করেছেন নায়িকার মা-বাবা। 

  • 9/13

মা-বাবার ৪০তম বিবাহবার্ষিকীতে মিমি একাধিক অদেখা ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। 
 

  • 10/13

কখনও মা-বাবার সঙ্গে আদুরে পোজে মেয়ে মিমি আবার মা-বাবাকে নিয়ে বিদেশে ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করেছেন নায়িকা। 
 

  • 11/13

মা-বাবার খুব কাছের মিমি। পুজোর সময়ও মা-বাবার সঙ্গেই নিজের আবাসনেই থাকেন মিমি। 
 

  • 12/13

কলকাতায় এসে অভিনেত্রী মিমি চক্রবর্তী যা অ্যাচিভ করেছেন, যা পেয়েছেন, তার জন্য তিনি গ্রেটফুল। তবে জলপাইগুড়িকে বরাবরই মিস করেন নায়িকা। 
 

  • 13/13

আর সময় পেলেই জলপাইগুড়ি চলে যান পরিবারের সঙ্গে সময় কাটাতে।  
 

Advertisement
Advertisement