বিয়ে করলেন এরআর রহমানের কন্যা খাতিজা রহমান। পাত্র রিয়াসদীন রিয়ান। জানুয়ারিতে সেরেছিলেন বাগদান। এবার পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং বন্ধু-বান্ধবের উপস্থিতিতে নিকাহ হল দম্পতির।
খাতিজা রহমান নিজেও গায়িকা। একাধিক তামিল ছবিতে গেয়েছেন। কৃতি শ্যানন অভিনীত 'মিমি' ছবির জন্য জনপ্রিয় 'রক এ বাই বেবি' গানেও কণ্ঠ দিয়েছেন ২৫ বছরের রহমান-কন্যা।
এআর রহমানের তিন সন্তান। পর্দায় নিজেকে ঢেকে রাখতে পছন্দ করেন খাতিজা। এনিয়ে বিতর্কও হয়েছে। যদিও খাতিজা জানিয়েছেন, এভাবেই থাকতে চান। মেয়েকে নিজের মতো থাকার স্বাধীনতা দিয়েছে রহমানও।
রিয়াসদীন রিয়ানের পুরো নাম রিয়াসদীন শেখ মোহাম্মদ। তিনি সাউন্ড ইঞ্জিনিয়ার। দীর্ঘ সময় ধরে এরআর রহমানের সঙ্গে কাজ করছেন।
২০১৭ সাল থেকে রহমান ও রিয়াসদীন একসঙ্গে কাজ করছেন। লাইভ শো-ও করেছেন। ২০১৯ সালে দোহার বিখ্যাত খলীফ স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন রহমান। তখনও তাঁর সঙ্গে ছিলেন রিয়াসদীন। অমিত ত্রিবেদী, বেনী দয়াল এবং হরিহরণের মতো সুরকারদের সঙ্গেও কাজ করেছেন রহমানের জামাতা।
তাঁর বাকি দুই সন্তান আমীন আর রহিমা রহমান। বাবা ও ছোট বোনের মতো সুরে মগ্ন থাকেন রহিমাও। তিনি নেট মাধ্যমে নিজের সুরে মত করেন ফলোয়ারদের।
রহমান পরিবারের ছোট সদস্য আমীন। ১৯ বছরেই সংগীতশিল্পী হিসেবে নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন। তামিল ছবিতে প্লেব্যাকও করেছেন রহমান-পুত্র। সুশান্তের ছবি 'দিল বেচারা'য় গেয়েছিলেন।
রহমানের স্ত্রী সায়রা বানো। ১৯৯৫ সালে দু'জনে গাঁটছড়া বাঁধেন। চেন্নাইয়ে দম্পতির সংসার। ঘর সামলান সায়রা।
ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম