রাজ ও শুভশ্রী দুজনেই ভীষণ ব্যস্ত। তবে শত ব্যস্ততা থাকলেও ঈশ্বরের প্রতি তাঁদের অগাধ বিশ্বাস।
বাড়িতে জগন্নাথ দেবের পুজো ছাড়াও লক্ষ্মীপুজো, সরস্বতী পুজো হয়ে থাকে।
পুজোর সময়ও রাজ-শুভশ্রীকে দেখা যায় মায়ের আরাধনা করতে।
এবার পুজো মিটতেই সপরিবারে রওনা হলেন উজ্জ্বয়নীর মহাকাল মন্দিরের উদ্দেশ্যে।
রাস্তায় যেতে যেতে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী ‘জয় মহাকাল’ বলতেই বাবা-মার পাশাপাশি আদুরে গলায় ‘জয় মহাকাল’ বলতে শোনা যায় ইউভানকে।
শুভশ্রীকে দেখা গেল একেবারে ডিগ্ল্যাম লুকে। লাল পাড় সাদা শাড়ি ও কপালে লাল টিপ পরে একেবারে সাধারণ ভাবে ধরা দিলেন নায়িকা।
শুভশ্রীকে দেখা গেল একেবারে ডিগ্ল্যাম লুকে। লাল পাড় সাদা শাড়ি ও কপালে লাল টিপ পরে একেবারে সাধারণ ভাবে ধরা দিলেন নায়িকা।
রাজ ও শুভশ্রীর সঙ্গে ইউভান ও ইয়ালিনিকেও দেখা গেল শিবের সেবা করতে।
রাজ-শুভশ্রী সহ দুই সন্তানকেও দেখা গেল কপালে তিলক পড়তে।
এতদিন রাজ ব্যস্ত ছিলেন তাঁর হোক কলরব ছবির শ্যুটিং নিয়ে।
শ্যুটিং মিটতেই মহাকাল দর্শনে রাজ-শুভশ্রী। মনে করা হচ্ছে রাজের ছবি যাতে ভালভাবে সফল হয় তার জন্যই মহাকাল দর্শনে যাওয়া।