বিজয়া সম্মেলন উপলক্ষ্যে প্রসেনজিতের বাড়ি 'উৎসব' সেজে উঠেছে আলোয়।
এদিনের হোস্ট প্রসেনজিৎকে দেখা গেল ঘিয়ে রঙের পাঞ্জাবিতে। তাঁকে রাজপুত্রের মতোই সুন্দর লাগছিল।
কালো পোশাকে টুইনিং করে প্রসেনজিতের সঙ্গে ছবি তুলতে দেখা গেল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
যিশু, রুদ্রনীল, ইন্দ্রদীপ দাশগুপ্ত ও গায়িকা লগ্নজিতার সঙ্গে সেলফি তুললেন প্রসেনজিৎ।
সেই ছোট থেকে বনিকে চেনেন প্রসেনজিৎ। এদিন বনির সঙ্গে কৌশানীও এসেছিলেন প্রসেনজিতের বাড়িতে।
প্রসেনজিতের বাড়িতে দেখা গেল ছোটপর্দার বেশ কিছু চেনা মুখদেরও।
পরিচালক প্রভাত রায়ও এসেছিলেন প্রসেনজিতের বাড়িতে।
জিতু কমলও আমন্ত্রিত ছিলেন প্রসেনজিতের বিজয়া সম্মেলনে।
সোহিনী ও শোভনও এসেছিলেন বুম্বাদার আমন্ত্রণে।
ঐন্দ্রিলার সঙ্গে ছবি তুললেন প্রসেনজিৎ ও ছেলে মিশুক।
রুদ্রনীলের সঙ্গে খোশ মেজাজে প্রসেনজিৎ-পুত্র।
মা-বাবার সঙ্গে প্রসেনজিতের বাড়ি আসেন অভিনেত্রী লহমা। তিনি হালকা সবুজ রঙের চুড়িদার পরেছিলেন।
বুম্বাদার এই বিজয়া সম্মেলনে দেখা গেল স্বামী নীলাঞ্জনকে নিয়ে ইমনকে। এছাড়াও এসেছিলেন মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক সহ আরও অনেকে।
তাপস পালের স্ত্রী নন্দিনী ও মেয়ে সোহিনী এসেছিলেন এই বিজয়া সম্মেলনে। ছবি সৌজন্যে: ফেসবুক