Advertisement

মনোরঞ্জন

রোজ খেতেন ৪০ টি ডিম! জন্মদিনে রইল রানার 'বল্লালদেব' হওয়ার নেপথ্য কাহিনী

Aajtak Bangla
  • 14 Dec 2020,
  • Updated 1:51 PM IST
  • 1/12

'বাহুবলী'-র বল্লালদেবকে মনে আছে? এই দক্ষিণী সুপারস্টার রানা ডগ্গুবাতি এই বছর ১৪ ডিসেম্বর ৩৭ বছরে পা দেবেন। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 2/12

দীর্ঘ চলচ্চিত্রের কেরিয়ারে নিজের অসাম্য অভিনয় দক্ষতার জন্যে বহু প্রশংসিত তিনি। তার সঙ্গে পেয়েছেন বহু স্বীকৃতি ও অ্যাওয়ার্ডস। তবুও রানাকে সবাই বল্লালদেব নামেই বেশি পরিচিত। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 3/12

 দেশের সর্বকালের সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি 'বাহুবলি। এই ছবির একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ চরিত্র বল্লালদেব আজও সকলের মনে তাজা। ছবির মুখ্য চরিত্র প্রভাস হলেও রানাকে ছাড়া এই ছবিটির কথা কেউ ভাবতে পারেন না। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 4/12

তবে কি জানেন, এই চরিত্রটি করার জন্যে তাঁকে করতে হয়েছে কঠিন পরিশ্রম? 'বাহুবলী'-র প্রস্তুতি চলাকালীন শারীরিকভাবে যথেষ্ট চলেঞ্জের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। রানা সেই সময়ে রোজ ৪০০ ক্যালোরি নিতে হত। এমনকি প্রতিদিন ৪০ টি করে ডিম খেতে হত তাঁকে। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 5/12

 সারাদিনে শারীরিক পরিশ্রম করে প্রায় ৮ ঘন্টা ঘাম ঝরাতেন রানা। তার সঙ্গে 'বল্লালদেব' হওয়ার জন্যে এক দিনে ৮ বার খেতেন তিনি। যার মধ্যে প্রতি ২ ঘণ্টা অন্তর খেতেন ভাত। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 6/12

অভিনেতা জানান, এই চরিত্রটি করার জন্যে তিনি ১০০ কেজি ওজন বাড়িয়েছিলেন। সাধারণত এই ওজন বাড়লে শরীরের মেদও বাড়ে। কিন্তু নিজের শরীরের জন্যে কঠিন পরিশ্রম করার ফলে তাঁর কোনও বাড়তি মেদ জন্মায়নি। বরং সবটাই শরীরের পেশীতে যোগ হয়েছে। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 7/12

শুধু দক্ষিণী ছবি করেই রানা ডগ্গুবাতি থেমে থাকেননি। খুব অল্প সময়ের মধ্যেই তিনি বলিউডেও বেশ কয়েকটি কাজ করেছেন। রানা, বিপাশা বসু এবং খিলাড়ী অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 8/12

অতিমারীর মধ্যেই গত অগস্ট মাসে রানা শুরু করেছেন নতুন জীবন। ব্যাবসায়ী মিহিকা বাজাজের সঙ্গে বিয়ে করেছেন রানা। সামাজিক মিডিয়াতে তাঁদের বিয়ের ছবি সেই সময়ে ভাইরাল হয়েছিল।
 

  • 9/12

তবে বললে বিশ্বাস হবে, এই পেটানো চেহারা ও এই পেশীশক্তি যেই অভিনেতার, সে এক কঠিন  রোগে আক্রান্ত? সম্প্রতি জনপ্রিয় একটি চ্যাট শো ‘শ্যাম জ্যাম’-এ এসে নিজের অসুস্থতার কথা স্বীকার করে নিয়েছেন রানা। এমনকি কথা বলতে বলতে তাঁর চোখে জল চলে আসে। তাঁকে দেখে কেঁদে ফেলেন শোয়ের সঞ্চালিকা সামান্থাও। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 10/12

রানা সেখানে নিজেই জানান তিনি জটিল রোগে আক্রান্ত। তিনি বলেন,"জীবন যখন কেউ সামনের দিকে এগোতে চায়, তখন থামার বোতামটা হঠাৎই সেখানে চলে আসে। ব্লাড প্রেসার,হৃদরোগের সমস্যার পাশে ক্যালসিফিকেশন এবং কিডনি ফেলিওর... এখানে ৭০ শতাংশ সম্ভাবনা আছে স্ট্রোক বা হ্যামারেজ হওয়ার...আর ৩০ শতাংশ মৃত্যুর।" (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 11/12

এর আগেও একবার শোনা গিয়েছিলন তাঁর কিডনি ফেলিওরের কথা। তবে পড়ে শোনা যায় সেটি গুজব। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 12/12

 জন্মদিনের আগেই সামনে এসেছে তাঁর নতুন ছবি 'ভিরাটাপারভাব'-র পোস্টার। যেখানে রানার এক তীব্র চেহারাকে দেখা যাচ্ছে। ইউনিফর্মের পরিহিত রানার হাতে রয়েছে রাইফেল। ভেনু উদুগুলা পরিচালিত এই তেলুগু ছবিতে রানা ছাড়াও অভিনয় করেছেন সাই পল্লবী, নন্দিতা দাস এবং প্রিয়মণি। এই মুহূর্তে ছবিটির শেষ পর্যায়ের শ্যুটিং চলছে। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement
Advertisement