শুরু হল গণেশ পুজোর উৎসব। বিগ বস হাউজে এল ইকো ফ্রেন্ডলি দুর্গা। 
  
হাউজে গণেশ মূর্তির স্থাপনা করলেন রাকেশ বাপত।
  
হাউজের সমস্ত প্রতিযোগীরাই গণেশ স্থাপনা অনুষ্ঠানে যোগদান করে।
  
এরপর পুজো করেন শমিতা শেট্টি।
  
পুজোয় মাতেন দিব্যা আগরওয়াল।
  
এদিন সকলকেই ভারতীয় সাবেকি পোশাকে দেখা গেছে।