Advertisement

মনোরঞ্জন

Ritabhari Chakraborty: 'বং ক্রাশ' ঋতাভরীর এই ছবি আগে কখনও দেখেননি, PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Dec 2025,
  • Updated 6:50 PM IST
  • 1/12

 ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু করার পর এখন বড়পর্দাতেও নিজের পা জমিয়ে ফেলেছেন ঋতাভরী। 
 

  • 2/12

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ঋতাভরী তাঁর বোল্ড লুকসের ছবি শেয়ার করে থাকেন। 
 

  • 3/12

আর সেই ছবি দেখে আট থেকে আশি সকলের মনে ঝড় উঠতে বাধ্য। 
 

  • 4/12

বিকিনি থেকে খোলামেলা পোশাক, সবেতেই সাবলীল নায়িকা। তাঁকে দেখে রীতিমতো ঘামবেন আপনি। 
 

  • 5/12

শরীরী আবেদনে অনুরাগীদের মনে ঝড় তুলতে সবসময়েই পারদর্শী ঋতাভরী চক্রবর্তী।
 

  • 6/12

নেট দুনিয়ায় উষ্ণতার পারদ চড়াতে টলিপাড়ার এই অভিনেত্রী বেশ সিদ্ধহস্ত।
 

  • 7/12

ঋতাভরী সবসময়েই নেটপাড়ার সেনসেশন। তাঁর লাস্যময়ী রূপ বারবার ঘায়েল করেছে নেটিজেনদের।
 

  • 8/12

বহু ফ্যাশনিস্তাকেই নিজের ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে বলে বলে গোল দিতে পারেন অভিনেত্রী।
 

  • 9/12

ঋতাভরীর উষ্ণ লুকে এক প্রকার বুঁদ নেটপাড়া। ইন্ডিয়ান থেকে ওয়ের্স্টান সব পোশাকেই দারুণ মানায় তাঁকে।  
 

  • 10/12

খুব ছোট বয়স থেকেই ঋতাভরী মডেলিং কেরিয়ারে নিজের নাম কামিয়ে নেন। এরপরই তাঁর কাছে ওগো বধু সুন্দরী ললিতা চরিত্রের প্রস্তাব আসে। 
 

  • 11/12

সিরিয়ালের পর বড়পর্দা ও সিরিজেও অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন নায়িকা। 
 

  • 12/12

খুব শীঘ্রই প্রেমিক সুমিত অরোরার সঙ্গে বিয়েও সারবেন ঋতাভরী।     
 

Advertisement
Advertisement