অভিনেত্রী মৌমিতা গুপ্তের মেয়ে রিমঝিম টলিউডের চেনা মুখ। সিরিয়াল থেকে সিনেমা, সব মাধ্যমেই তিনি কাজ করে নিয়েছেন। মায়ের মতো তিনিও তুখোড় অভিনেত্রী। কিন্তু তাও সেভাবে কাজ নেই তাঁর হাতে। এখন কী করছেন অভিনেত্রী দেখে নিন।
বাংলা ইন্ডাস্ট্রির চেনা মুখ রিমঝিম গুপ্ত। বাংলা সিনেমাও করেছেন চুটিয়ে। নেগেটিভ থেকে নায়িকা সব চরিত্রেই তিনি তাঁর দক্ষতা দেখিয়েছেন।
তারপরে হঠাৎ করে তিনি হারিয়ে গেলেন সিনেমা জগত থেকে। মাঝে ফিরে এসেছিলেন সিরিয়ালে।
রিমঝিম কাজ করেছেন তাপস পাল, প্রসেনজিৎ, অভিষেক চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তীর মতো বড় বড় তারকাদের সঙ্গে।
তিল থেকে তাল, পিতা, মাটি ও মানুষ, হাউসফুল, কুলি, অন্তর্দ্বন্দ, রাস্তা, বারুদ, ভাল থেকো, বেদেনি, হলুদ পাখির ডানা, মায়া, কাল মধুমাস সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন রিমঝিম।
খুব ছোট বয়স থেকেই তাঁর অভিনয় পেশায় আসা। কিন্তু হঠাৎ করেই রিমঝিমকে আর সেভাবে অভিনয়ে দেখা যচ্ছিল না।
এক সাক্ষাৎকারে রিমঝিম জানিয়েছেন যে তিনি ২০১৩ সাল পর্যন্ত চুটিয়ে কাজ করেছিলেন।
মুম্বইয়ে এক ছবির ডাবিংয়ের কাজে এসে রিমঝিম অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর ওভারি সিস্ট হয়। ডাক্তার বলে দুদিনের মধ্যে অপারেশন করাতে হবে।
এই ঘটনার পর টানা এক বছর বিশ্রামে ছিলেন রিমঝিম। এরপর ২০১৫ সালে রিমঝিম বিয়ে করেন এবং আবার অভিনয় থেকে বিরতি নেন তিনি।
টুকটাক শো করছিলেন অভিনেত্রী। অপারেশন ও বিয়ের পর ওজনও বেড়ে যায় রিমঝিমের। এরপর আবারও এক জটিল রোগে আক্রান্ত হন তিনি। স্বাস্থ্য জনিত কারণেই অভিনেত্রী লাইমলাইট থেকে দূরে ছিলেন।
রিমঝিম সিরিয়ালও করেছেন অনেক। রইলো ফেরার নিমন্ত্রণ, জিয়নকাঠি, সুন্দরী, উমা, আলোর ঠিকানা সিরিয়ালে অভিনেত্রীকে দেখা গিয়েছে।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি 'বহুরূপী'তে অভিনয় করেছেন রিমঝিম।
অভিনয় ছাড়াও নিজের ক্যাফে আছে, সেখানেও তাঁকে সময় দিতে হয়। তবে টুকটাক অভিনয়ের কাজও চালিয়ে যাচ্ছেন রিমঝিম।