Advertisement

মনোরঞ্জন

Shilpa Shetty-Richard Gere Kissing Row: শিল্পাকে সে বার জোর করেই KISS করেছিলেন রিচার্ড, রায় আদালতের, কী হয়েছিল?

Aajtak Bangla
  • মুম্বই,
  • 11 Apr 2023,
  • Updated 5:51 PM IST
  • 1/8

হলিউড তারকা রিচার্ড গেয়ার সঙ্গে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির চুম্বন কাণ্ড বিতর্ক আজও সকলের মনে দগদগে রয়েছে। সেই সময় অশ্লীলতার অভিযোগ উঠেছিল অভিনেত্রীর বিরুদ্ধে। ২০২৩ সালে সেই মামলা এতদিনে খারিজ হল। এই মামলায় মুম্বইয়ের সেশন আদালত থেকে স্বস্তি দেওয়া হয় শিল্পা শেট্টিকে। আদালতের পক্ষ থেকে বলা হয় যে শিল্পা শেট্টি চুম্বন করেননি তাঁকে চুম্বন করা হয়েছিল। তাই শিল্পা শেট্টিকে সেই অর্থে অভিযুক্ত বলা যাবে না।  
 

  • 2/8

মুম্বই সেশন আদালতের বিচারক এসসি যাদব ম্যাজিস্ট্রেটের রায়কে বজায় রেখে তাঁর আদেশে জানান যে শিল্পা শেট্টির বিরুদ্ধে যে অশ্লীলতার অভিযোগ হয়েছিল তা তিনি খারিজ করলেন এবং রিচার্ড গেয়ারকে অভিনেত্রী চুম্বন করেননি বরং ২০০৭ সালে রাজস্থানের এক প্রচারমূলক ইভেন্টে এসে গেয়ার অতর্কিতে চুম্বন করে বসেন শিল্পা শেট্টিকে।   
 

  • 3/8

ঠিক কী ঘটেছিল? রাজস্থানে এডস সচেতনতা শিবিরে যোগ দিতে ২০০৭ সালে ভারতে এসেছিলেন কিংবদন্তি হলিউড অভিনেতা রিচার্ড গেয়ার। সেই শিবিরে ছিলেন শিল্পাও। আচমকা সকলের সামনেই শিল্পাকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন রিচার্ড। এই ঘটনা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। দেখানো হয়েছিল বিক্ষোভ, পোড়ানো হয়েছিল কুশপুতুল। 
 

  • 4/8

রাজস্থানের ওই প্রোমোশনাল ইভেন্টের পর মুন্ডাওয়ারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে শিল্পার বিরুদ্ধে মামলা করার অনুমতি চাওয়া হয়েছিল। 
 

  • 5/8

সেই আবেদনপত্র মঞ্জুর হয়। এরপর ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩ এবং ২৯৪ ধারা সহ IT আইন এবং নারীদের অমার্জিতভাবে উপস্থাপনের আইনে মামলা করা হয়।
 

  • 6/8

ওই মামলা মুম্বইয়ের কোর্টে স্থানান্তরিত করার আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শিল্পা শেট্টি। ২০১৭ সালে ওই আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। 
 

  • 7/8

হলিউড ও বলিউড দুই তারকার বিরুদ্ধেই অশালীনতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি মুম্বই আদালতে যায়। 
 

  • 8/8

মুম্বইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ২০২২ সালেই মামলাটি খারিজ করে নিয়েছিল। আদতে শিল্পা হলিউড তারকার আচরণের শিকার হয়েছিলেন। এমনটাই জানিয়েছিলেন বিচারক। কিন্তু রাজস্থান পুলিশ আবার এই রায়ের বিরুদ্ধে আবেদন জানিয়েছিলেন। অবশেষে সম্প্রতি মামলাটি পুরোপুরিভাবে খারিজ করে দেওয়া হয়। এতদিন বাদে যেন স্বস্তি পান শিল্পা শেট্টি। প্রায় ১৬ বছর পর চুমু কাণ্ড থেকে নিষ্কৃতী পেলেন বলিউড অভিনেত্রী। 

Advertisement
Advertisement