Advertisement

মনোরঞ্জন

Sonu Sood : ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন সোনু, দাবি আয়কর দফতরের

Aajtak Bangla
  • দিল্লি,
  • 18 Sep 2021,
  • Updated 3:06 PM IST
  • 1/7

বলিউড অভিনেতা সোনু সুদ  ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন বলে দাবি আয়কর দফতরে। গত মঙ্গলবার থেকে অভিনেতার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। 

  • 2/7

এরপর শনিবার এই তথ্য প্রকাশ্যে এনেছে আয়কর দফতর। এই খবর সামনে আসার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে বলিউড মহলে। 

  • 3/7

সোনুর বিরুদ্ধে কী অভিযোগ ? আয়কর দফতর জানিয়েছে, বিদেশে থেকে প্রায় ২.১ কোটি টাকা অনুদান তুলেছে সোনু সুদের এনজিও। এতে ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্ট ভাঙা হয়েছে। 

  • 4/7

আয়কর দফতরের আরও দাবি, ৪৮ বছরের এই অভিনেতা ২০ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন। ৬৫ কোটি টাকার জাল লেনদেন ও ১৭৫ কোটি টাকার সার্কুলার লেনদেন করেছেন। যা বেআইনি। 
 

  • 5/7

The Central Board of Direct Taxes-এর তরফে জানানো হয়েছে, মোট ১৮.৯৪ কোটি টাকা অনুদান হিসাবে সংগ্রহ করেছে সোনু সুদের এনজিও। কিন্তু, তার মধ্যে মাত্র ১.৯ কোটি টাকা সমাজসেবার কাজে ব্যায় হয়েছে।

  • 6/7

 করোনাকালে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে শিরোনাম দখল করে নিয়েছিলেন সোনু। তাঁকে ভগবান হিসেবে পুজো করতেও শুরু করেছিলেন অনেকেই। 

  • 7/7

জানা গিয়েছে,  সোনুর অফিস থেকে নগদ ১.৮ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, পাশাপাশি সোনুর সংস্থার ১১টি লকার সিজ করা হয়েছে। 

Advertisement
Advertisement