বলিউড অভিনেতা সোনু সুদ ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন বলে দাবি আয়কর দফতরে। গত মঙ্গলবার থেকে অভিনেতার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা।
এরপর শনিবার এই তথ্য প্রকাশ্যে এনেছে আয়কর দফতর। এই খবর সামনে আসার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে বলিউড মহলে।
সোনুর বিরুদ্ধে কী অভিযোগ ? আয়কর দফতর জানিয়েছে, বিদেশে থেকে প্রায় ২.১ কোটি টাকা অনুদান তুলেছে সোনু সুদের এনজিও। এতে ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্ট ভাঙা হয়েছে।
আয়কর দফতরের আরও দাবি, ৪৮ বছরের এই অভিনেতা ২০ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন। ৬৫ কোটি টাকার জাল লেনদেন ও ১৭৫ কোটি টাকার সার্কুলার লেনদেন করেছেন। যা বেআইনি।
The Central Board of Direct Taxes-এর তরফে জানানো হয়েছে, মোট ১৮.৯৪ কোটি টাকা অনুদান হিসাবে সংগ্রহ করেছে সোনু সুদের এনজিও। কিন্তু, তার মধ্যে মাত্র ১.৯ কোটি টাকা সমাজসেবার কাজে ব্যায় হয়েছে।
করোনাকালে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে শিরোনাম দখল করে নিয়েছিলেন সোনু। তাঁকে ভগবান হিসেবে পুজো করতেও শুরু করেছিলেন অনেকেই।
জানা গিয়েছে, সোনুর অফিস থেকে নগদ ১.৮ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, পাশাপাশি সোনুর সংস্থার ১১টি লকার সিজ করা হয়েছে।