গত ২২ অগাস্ট ৫০ বছরে পা দিলেন ডোনা গঙ্গোপাধ্যায়। বাড়িতেই কেক কেটে জন্মদিন পালন হয় ডোনার।
তবে এখানেই শেষ নয় সেলিব্রেশন। সৌরভের বাড়িতেই ডোনার ৫০তম জন্মদিন গ্র্যান্ডভাবে পালন হয়।
যেখানে ডোনা ও সৌরভকে দেখা গেল কালো রঙের ম্যাচিং পোশাকে।
সৌরভ পরেছিলেন কালো রঙের টি-শার্ট ও ধূসর রঙের ব্লেজার ও প্যান্ট আর ডোনাকেও দেখা গেল ধূসর রঙের প্রিন্টেড শাড়ি ও কালো ব্লাউজে।
ডোনা বরাবরই খুব একটা মেকআপ করতে ভালোবাসেন না। আর জন্মদিনের রাতেও তাঁকে দেখা গেল একেবারে সাদামাটা ভাবেই।
ডোনা-সৌরভের কন্যা সানা এদিন সাদা রঙের পোশাক পরেছিলেন।
অন্যান্য অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন ডোনা-সৌরভের দুই মা।
সপরিবারে জন্মদিনের কেক কাটলেন ডোনা গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, বরাবরই খুব ধুমধামের সঙ্গে নিজের জন্মদিন পালন করেন না ডোনা গঙ্গোপাধ্যায়। তবে এই দিনটিতে পরিবারের তরফ তাঁকে স্পেশাল ফিল করাতে কোনও খামতি রাখা হয় না।
বেহালার বিত্তশালী রায় পরিবারের মেয়ে ছিলেন ডোনা। তাঁর ওড়িশি নাচের হাতেখড়ি কেলুচরণ মহাপাত্রের কাছে।
'দীক্ষামঞ্জরী'র নৃত্যগুরু রূপে ডোনা গঙ্গোপাধ্যায় আজ বড় নাম। ছবি সৌজন্যে: ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক