কিছুদিন আগেই কাঞ্চন ও শ্রীময়ী তাঁদের মেয়েকে নিয়ে সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়েছেন।
কিছুদিন আগেই কাঞ্চন ও শ্রীময়ী তাঁদের মেয়েকে নিয়ে সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়েছেন।
সম্প্রতি ছিল ঋতুপর্ণা ও তাঁর স্বামী সঞ্জয়ের বিবাহবার্ষিকী। আর ঋতুপর্ণা-সঞ্জয়ের বাড়িতে অতিথি হিসাবে এসেছিলেন কাঞ্চন-শ্রীময়ী।
শ্রীময়ীর পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে ঋতুপর্ণা সোনালি রঙের সালোয়ার কামিজ ও সঞ্জয় পরেছিলেন সাদা রঙের ঢিলেঢালা পোশাক।
দুই সন্তানকে নিয়ে নায়িকা ও তাঁর স্বামী কেক কাটেন। একেবারে ঘরোয়াভাবে পালন করা হয় এই বিবাহবার্ষিকী।
ঋতুপর্ণাকে জড়িয়ে ছবি তোলেন শ্রীময়ী। কাঞ্চন-পত্নী পরেছিলেন ডেনিম স্কার্ট ও টপ।
ঋতুপর্ণা ও সঞ্জয়ের বিবাহবার্ষিকীতে তাঁদের বন্ধু-বান্ধব, পরিবারের সঙ্গে ছবি তোলেন কাঞ্চন-শ্রীময়ী।
বিয়ের পর সিঙ্গাপুরেই স্বামী সঞ্জয়ের সঙ্গে থাকেন ঋতুপর্ণা।
কাজের সূত্রেই ঋতুপর্ণার কলকাতায় যাতায়াত। তবে সিঙ্গাপুরেই তাঁর সংসার।
এলাহি খাওয়া-দাওয়ার বন্দোবস্ত হয় ঋতুপর্ণা-সঞ্জয়ের সিঙ্গাপুরের বাড়িতে।
ম্যাটিনি কুইনের সঙ্গে কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্ক যে খুব ভাল, তা একাধিকবার প্রমাণিত হয়েছে।
ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে শ্রীময়ী চট্টরাজের খুবই মধুর সম্পর্ক। ঋতুপর্ণার প্রায় সব ছবির প্রিমিয়ার ট্রেলার লঞ্চে দেখা মেলে তাঁর।
শুধু বাড়িতেই নয়, ঋতুপর্ণার সঙ্গে লেট নাইট পার্টিও করেন শ্রীময়ী ও কাঞ্চন।