Advertisement

মনোরঞ্জন

Swara- Fahad Wedding: আনারকলি থেকে দক্ষিণী সিল্কে কনে, দেখুন স্বরা- ফাহাদের বিয়ের সব মুহূর্ত

Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Mar 2023,
  • Updated 2:58 PM IST
  • 1/14

সকলকে চমকে দিয়ে ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন স্বরা ভাস্কর। রাজনীতিবীদ ফাহাদ আহমেদের সঙ্গে হঠাৎই বিয়ের খবর দেন বলিউড অভিনেত্রী।  
 

  • 2/14

স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে ৬ জানুয়ারি আইনী বিয়ে সারেন স্বরা- ফাহাদ। ১৬ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে বিয়ের কথা জানান নব দম্পতি। 

  • 3/14

১৩ মার্চ, দিল্লিতে সামাজিক বিয়ে সারলেন জুটি। একেবারে কাছের বন্ধু- বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে বিয়ে ও রিসেপশনের আয়োজন হয় স্বরা- ফাহাদের।
 

  • 4/14

গায়ে হলুদ, মেহেন্দি, বিয়ে থেকে রিসেপশন সব রীতিনীতি মেনেছেন জুটি। সব ক্ষেত্রেই বর -কনের একেবারে ভিন্ন লুকে লেন্সবন্দী হয়েছেন। 
 

  • 5/14

একে অপরকে যেন চোখে হারাচ্ছেন স্বরা- ফাহাদ। নব দম্পতির ছবি দেখলেই যে কেউ আন্দাজ করতে পারবে। সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেছে ছবিতে।   
 

  • 6/14

গায়ে হলুদে স্বরা একটি চিকনকারি সাদা সারারা পরেছেন, সঙ্গে নিয়েছেন রঙিন বাঁধনির ওড়না ও গায়ে হলুদের বিভিন্ন অলঙ্কার। খোঁপায় ফুল লাগিয়েছেন নায়িকা।

  • 7/14

মেহেন্দি অনুষ্ঠানে স্বরা একটি উজ্জ্বল কমলা রঙের আনারকলি বেছে নিয়েছেন নিজের জন্য। সঙ্গে রয়েছে মানানসই কানের দুল ও মাং টিকা অর্থাৎ টিকলি।

  • 8/14

গত কয়েক মাস ধরে স্বরা ভাস্করের পোস্ট দেখেই নেটিজেনরা আন্দাজ করছিলেন, নায়িকার জীবনে এসেছে বিশেষ মানুষ। এর আগে লেখক হিমাংশু শর্মার সঙ্গে ডেট করছেন স্বরা। কিন্তু ২০১৯ সালে দু'জনেই বিচ্ছেদ হয়। (সমস্ত ছবি: সৌজন্য ইনস্টাগ্রাম)
 

  • 9/14

সঙ্গীত নাইটে গোলাপি রঙা লেহেঙ্গা পরেছেন, ফাহাদের পরনে শেরওয়ানি। এদিনের ছবিতে মঙ্গলসূত্র জ্বলজ্বল করছে স্বরার গলায়। 
 

  • 10/14

বিয়ের দিন একেবারে তেলেগু কনে রূপে দেখা গেল স্বরা ভাস্করকে। এদিন নিজের জন্য রও ম্যাঙ্গো সিল্ক বেঁচে নিয়েছিলেন বলিউড নায়িকা। দক্ষিণ ভারতীয় এই শাড়িটির সঙ্গে টেম্পেল জুয়েলারি পরেছেন। সে সঙ্গে বিনুনিতে লাগিয়েছেন গজরা। 

  • 11/14

বিয়ের অনুষ্ঠানে কাওয়ালির আয়োজনও রেখেছিলেন স্বরা। বর- কনে দু'জনেই সেজেছিলেন একেবারে সেই থিমে। 

  • 12/14

 ২০১৯ সালে প্রতিবাদের সময় দুজনে একে অপরের সঙ্গে প্রথম পরিচিত হোন। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব এবং সে বন্ধুত্ব পরিণত হয় সম্পর্কে। দু'জনের মধ্যে দেখা-সাক্ষাৎ বাড়তে থাকে এবং বিষয়টি বিয়ে পর্যন্ত পৌঁছায়। 

  • 13/14

ফাহাদ আহমেদ সমাজবাদী পার্টির নেতা। তিনি মহারাষ্ট্র এসপি যুব কমিটির রাজ্য সভাপতি। ফাহাদ ইউপির বরেলির বাহেদি এলাকার বাসিন্দা। তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। বর্তমানে, টাটা ইনস্টিটিউট মুম্বইতে পিএইচডি করছেন। CAA- NRCC আন্দোলনের সময় তিনি স্বরার সঙ্গে দেখা করেন।
 

  • 14/14

রাজনৈতিক মঞ্চেই প্রথম দেখা। বহু প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন একসঙ্গেই। বোনের বিয়েতে স্বরাকে নিমন্ত্রণ করেন ফাহাদ।
 

Advertisement
Advertisement