Advertisement

মনোরঞ্জন

Sudipta Banerjee: সুদীপ্তার বিয়ে, আইবুড়োভাতেও এলাহি আয়োজন; PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Apr 2023,
  • Updated 8:48 AM IST
  • 1/10

১ মে বিয়ের পিঁড়িতে সতে চলেছেন টেলিভিশনের পরিচিত মুখ সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। পাত্র রাজনীতি দুনিার মানুষ। অভিনেত্রী তৃণমূল নেতা সৌম্য বক্সীর সঙ্গে বাঁধবেন গাঁটছড়া। রাত পোহালেই বিয়ে। আর এখন অভিনেত্রী ব্যস্ত আইবুড়ো ভাত খেতে। তারই ছবি-ভিডিও শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। 
 

  • 2/10

আইবুড়ো ভাতের দিন সুদীপ্তাকে বেশ হাসিখুশি দেখা গেল। কোনও কমতি ছিল না আয়োজনের। এলাহি আয়োজন ছিল সুদীপ্তার আইবুড়ো ভাতে। 
 

  • 3/10

গোলাপি সিল্কের শাড়ি পরেছিলেন সুদীপ্তা। চুল খোলাই রেখেছিলেন। গলায় জুঁই ফুলের মালা। কানে-গলায় সোনার গয়না। পিতলের থালা-বাটিতে নানা পদ সাজিয়ে বেশ নিয়ম করেই হল আইবুড়ো ভাত। 
 

  • 4/10

মেয়েকে এদিন পায়েস খাইয়ে আশীর্বাদ করেন সুদীপ্তার বাবা। পা ছুঁয়ে আশীর্বাদও নিলেন অভিনেত্রী। 
 

 

  • 5/10

পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে বেশ জমিয়েই হল অনুষ্ঠান। মাছ নিয়ে আইবুড়ো ভাত স্পেশাল পোজটা দিতেও ভোলেননি কিন্তু! ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিতেই তা নিমিষে ভাইরাল। 
 

  • 6/10

সুদীপ্তার আইবুড়ো ভাতের মেনুতে ছিল ভাতের সঙ্গে পাঁচরকম ভাজা, ডাল, ডাল, মাছের মাথা, পাবদা মাছের রেজালা, চাটনি, পায়েস, রসগোল্লা, কাঁচাগোল্লা। 
 

  • 7/10

এর আগে সোহাগ জল সিরিয়ালের পক্ষ থেকে তাদের প্রিয় বেণী বৌদিকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়। 
 

  • 8/10

সুদীপ্তা ও সৌম্য বক্সীর সম্পর্ক বেশ দীর্ঘদিনের। নিজের সম্পর্ক নিয়ে কখনই রাখঢাক করেননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছবি দিতেন তাঁরা প্রায়ই। 
 

  • 9/10

সায়েন্স সিটির কাছের একটি গ্রাউন্ড বুক করা হয়েছে। বেশ ধুমধাম করেই বিয়েটা করছেন। বিয়ের দিন সুদীপ্তা সাবেকী সাজেই নিজেকে সাজিয়ে তুলবেন বলেই জানিয়েছেন। 
 

  • 10/10

অভিনেত্রীর হবু শ্বশুরবাড়ির সকলেই রাজনীতির সঙ্গে যুক্ত। প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর পুত্র সৌম্য বক্সীকে বিয়ে করছেন সুদীপ্তা। নিমন্ত্রিতের তালিকায় নাম আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও।
 

Advertisement
Advertisement