টলিপাড়ার শীর্ষ অভিনেত্রীদের মধ্যে প্রিয়াঙ্কা সরকার অন্যতম। তাঁর অভিনয় সবসময়ই প্রশংসা পেয়ে এসেছে।
তবে অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা একাধিক ফটোশ্যুট করেন।
নিজেকে একেবারে আমূল বদলে ফেলেছেন নায়িকা। সম্প্রতি তাঁর রেট্রো লুকের কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রিয়াঙ্কা যে ছবিগুলি শেয়ার করেছেন, সেখানে তাঁকে দেখা গিয়েছে হ্যান্ডলুম শাড়ি ও সাদা স্লিভলেস ব্লাউজে।
চোখে কালো ফ্রেমের চশমা, চুল উঁচু করে খোপা বাঁধা, কপালে টিপ।
সাদা কালো এই ছবিগুলিতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন প্রিয়াঙ্কা।
কখনও চশমা চোখে আবার কখনও বা চুল বাঁধছেন, কখনও বা আনমনে, ক্যামেরায় পোজ দিয়ে ছবি তুললেন প্রিয়াঙ্কা।
পুজোতে কেউ যদি একেবারে হালকা সাজতে চান, তাহলে এরকম সাজে নিজেকে সাজিয়ে নিতে পারেন।
প্রিয়াঙ্কার এই রেট্রো লুকসের ছবিতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন টলিপাড়ার অনেকেই।
নিজেকে ফিট রাখতে খুবই ভালোবাসেন তিনি। এক সন্তানের মা হওয়া সত্ত্বেও তাঁকে দেখে মনে হয় না।
পরিচালক রোহন সেনের কন্যা ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।
সম্প্রতি বাড়ি বদলেছেন প্রিয়াঙ্কা। ছেলে সহজকে নিয়ে আলাদাই থাকেন তিনি। তবে রাহুলের সঙ্গে সব মান-অভিমান মিটে গিয়েছে। ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম