Advertisement

মনোরঞ্জন

Zubeen Garg Last Film Roi Roi Binale: জুবিনের 'রই রই বিনালে' সব রেকর্ড ভাঙল, অসমে হলগুলিতে দর্শকদের কান্না, PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Oct 2025,
  • Updated 3:13 PM IST
  • 1/9

 গত ১৯ সেপ্টেম্বর হঠাৎ দুঃসংবাদ আসে। প্রয়াত হন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় গায়কের। 

  • 2/9

সিঙ্গাপুর পুলিশ তাঁকে সমুদ্র থেকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। তড়িঘড়ি আইসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যুকালে অসমের এই জনপ্রিয় শিল্পীর বয়স হয়েছিল ৫২ বছর। শোকের ছায়া নেমে আসে সমগ্র বিনোদন জগৎ সহ, গোটা অসমে। 
 

  • 3/9

শিল্পীর প্রয়াণের পরে জল অনেক দূর গড়িয়েছে। এখনও রীতিমতো উত্তাল অসম। প্রিয় শিল্পীর আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারেনি শোকাহত অসমবাসী। 

  • 4/9

শুক্রবার মুক্তি পেয়েছে জুবিনের শেষ ছবি 'রই রই বিনালে'। যেন এক অন্য উৎসবের আবহ অসমে। একদিকে জুবিনকে শেষবার পর্দায় দেখার উন্মাদনা, অন্যদিকে তাঁকে হারানোর বেদনা। সব মিলিয়ে আবেগপ্রবণ শিল্পীর অনুগামীরা।
 

  • 5/9

গুয়াহাটির প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন জুবিনের অগণিত ভক্তরা। ছবিটি অগ্রিম বুকিংয়ের রেকর্ড ভেঙেছে। হাউজফুল বোর্ড ঝুলছে প্রেক্ষাগৃহের বাইরে। অসম সহ প্রায় ৪৬ স্থানে জুবিনের এই ছবিটি মুক্তি পেয়েছে। 
 

  • 6/9

দিল্লি-এনসিআর এবং মুম্বইয়ের কিছু প্রেক্ষাগৃহেও বিশেষ শোয়ের আয়োজন করা হয়েছে। ছবির টিমের আশা, শুধু অসম নয়, গোটা দেশের মানুষ তাঁর এই শেষ ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাবেন।

  • 7/9

জুবিন গর্গ ভক্তদের বেশ কিছু ছবি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, চোখের জলে তাঁর শেষ ছবি কার্যত উদযাপন করছেন অনুগামীরা। শিল্পীর জন্যে আবেগপ্রবণ তাঁর ভক্তকুল। 

  • 8/9

কলকাতার বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'রই রই বিনালে'। যদিও শো সংখ্যা খুবই কম। 

  • 9/9

ছবি সৌজন্যে: পিটিআই
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement