অস্কারের দৌড় থেকে ছিটকে গেল 'লাপাতা লেডিস'। মঙ্গলবার পরের রাউন্ডের জন্য ১৫টি ছবির নাম ঘোষনা করা হয়। সেই তালিকায় নাম নেই আমির খানের এই ছবির। গত মাসেও কিরণ রাও ও আমির খান এই ছবির প্রচার করেন আমেরিকায়। তবে শেষরক্ষা হল না।
মোট ২৯টি ছবির তালিকা পাঠানো হয়েছিল অস্কার মনোনয়নের জন্য। তার মধ্যে কিরণ রাওয়ের ছবি 'লাপতা লেডিস'ই মনোনয়ন পেয়েছে। ছবির প্রধান চরিত্রে যাঁরা অভিনয় করেছেন তাঁরা সকলেই অনামী। কোনও নামি-দামি অভিনেতাকে নিয়ে ছবিটি করেননি কিরণ রাও। ছবির শ্যুটিং হয়েছে এমন একটি জায়গায় সেটিও একেবারেই সাধারণ একটা লোকেশন।
২০২৩-এ বড়পর্দায় মুক্তি পেয়েছিল আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিস’। ছবিতে অভিনয় করেছিলেন একগুচ্ছ নতুন মুখ। তাঁদের মধ্যে রয়েছেন স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রত্না। এছাড়া ছবিতে বিশেষ ভূমিকা পালন করেছেন ভোজপুরী অভিনেতা রবি কিষাণ, ছায়া কদম। ৫ কোটি টাকা ব্যায়ে ছবিটি তৈরি করা হলেও, ছবিটির আয় হয়েছে আনুমানিক ২৫ কোটি টাকা। প্রথমে ছবিটি বড়পর্দায় মুক্তি পেয়েছিল। সেইসময় দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পায়। তারপর আরও বেশি জনপ্রিয়তা পায় ‘লাপাতা লেডিস’। গ্রামের বধূর সাধারণ গল্প অসাধারণ হয়ে ওঠে দর্শকদের কাছে।
লড়াইয়ে রয়েছে পায়েল কাপাডিয়ার 'অল উই ইমাজিন অ্যাজ লাইট'। ইন্ডাস্ট্রি এবং সিনেমাপ্রেমীদের একাংশ এখনও মনে করছেন যে পায়েলের ছবিটি আন্তর্জাতিক সম্মান পাওয়ার আরও ভাল সুযোগ আছে। কান গ্র্যান্ড প্রিক্সে সম্মানিত এই ছবিটি গোল্ডেন গ্লোবেও মনোনয়ন পেয়েছে।
অন্যদিকে, শাহানা গোস্বামী অভিনীত 'সন্তোষ' অস্কারের দৌড়ে এখনও টিকে রয়েছে। ব্রিটিশ-ভারতীয় চলচ্চিত্র নির্মাতা-ডকুমেন্টারিয়েন সন্ধ্যা সুরি পরিচালিত এই ছবিটি ইংল্যান্ডের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে। পাঠকরা হয়তো জানেন, এই বছরের শুরুতে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে আন সার্টেন রিগার্ড বিভাগে সন্তোষের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল।