টেলিভিশন তাঁকে পরিচিতি দিলেও এখন টলিউডেও জনপ্রিয় সৌমিতৃষা কুণ্ডু। মিঠাই সিরিয়ালের মাধ্যমে নায়িকা দর্শকদের মনে তাঁর জায়গা আলাদা করে বানিয়ে নিয়েছেন। এখনও তিনি সকলের কাছে আদরের মিঠাই রানি। গত বছরের জুন মাসে মিঠাই সিরিয়াল শেষ হওয়ার পরই সৌমিতৃষা সুযোগ পান দেবের ছবি প্রধানে অভিনয় করার। দেবের বিপরীতে কাজ করার পরই সৌমিতৃষার কাছে একের পর এক কাজের প্রস্তাব আসতে থাকে। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় সৌমিতৃষা। তবে সম্প্রতি নিজের ছবি পোস্ট করে ট্রোলের মুখে পড়তে হল অভিনেত্রীকে।
সৌমিতৃষা যে ছবি পোস্ট করেছেন সেখানে তাঁকে গোল্ডেন রঙের শাড়ি ও সেই রঙের ব্লাউজে দেখা গিয়েছে। এই শাড়িটি তিনি পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। সৌমিতৃষা যে ছবি পোস্ট করেছেন, সেখানে তিনি জানলার ধারে বসে পোজ দিচ্ছেন আর শাড়ির আঁচলের ফাঁক দিয়ে উঁকি মারছে তাঁর খোলামেলা পেট। উন্মুক্ত পেটে তিনি পরে রয়েছেন কোমর বিছা। এই ছবি পোস্ট হতেই সৌমিতৃষাকে যেমন নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দেন তেমনি তাঁকে ঘিরে কটাক্ষও শুরু হয়। অনেকেই সৌমিতৃষাকে কমেন্টে লেখেন, আগের ফিগারটাই ভাল ছিল, এখন কেমন যেন বেখাপ্পা লাগে। আবার কেউ কেউ সৌমিতৃষার পেট নিয়েও খারাপ মন্তব্য করেন।
আসলে সৌমিতৃষা অন্য নায়িকাদের মতো অতটা স্লিম-ট্রিম নয়। নিজের ফিটনেসের দিকে খুব একটা নজর দেন না তিনি। তাঁর গোলগাল মিষ্টি মুখেরই ভক্ত সকলে। পুজোর দিনগুলো একেবারেই নিজের মতো করে কাটিয়েছেন সৌমিতৃষা। মা-বাবাকে নিয়ে বেড়িয়েছিসলেন। পুজোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শাড়ি উপহার পেয়েছেন নায়িকা। খুশি হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেনি মিঠাই রানি।
সৌমিতৃষা কুণ্ডু যে তৃণমূল- কংগ্রেসের সমর্থক একথা সকলেরই জানা। নির্বাচনী প্রচার থেকে জোড়া ফুল শিবিরের বিভিন্ন দলীয় সমাবেশে তাঁকে দেখা গেছে। ২০২১-র পুরভোট হোক কিংবা ২০২৪ সালের লোকসভা নির্বাচন, সৌমিতৃষাকে বরাবরই তৃণমূলের হয়ে প্রচারে দেখা গিয়েছে। শুধু তাই নয়, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে। মুখ্যমন্ত্রীও তাঁকে অত্যন্ত স্নেহ করেন। তবে পোশাক ও তাঁর ফিগার নিয়ে এর আগেও তাঁকে একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয়েছে। প্রধান-এর পর সৌমিতৃষাকে দেখা যাবে সৌরভের সঙ্গে ১০ই জুন ছবিতে। এছাড়াও কালরাত্রি ওয়েব সিরিজেও অভিনয় করবেন সৌমিতৃষা।