Alia Bhatt and Ranbir Kapoor: কাপুর পরিবারে আনন্দ ও উত্তেজনার পরিবেশ। সকাল সকাল রেঞ্জ রোভারে সওয়ার হয়ে আলিয়াকে নিয়ে হাসপাতালে গেছেন রণবীর। আশা করা হচ্ছে আজই অভিনেত্রীর কোল জুড়ে আসবে ফুটফুটে সন্তান। দু'জনেই মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে পৌঁছেছেন। হাসপাতালের বাইরে কাপুর দম্পতিকে দেখে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। ছোট্ট অতিথির অপেক্ষায় অনুরাগীরা।
নভেম্বরে ডেলিভারি হওয়ার কথা ছিল
সূত্রের খবর অনুযায়ী নভেম্বরেই ডেলিভারি হওয়ার কথা ছিল আলিয়ার। তাই, এদিন সকালে আলিয়া-রণবীরকে দেখে অতি উত্তেজিত হয়ে ওঠেন অনুরাগীরা। পরিবারের পাশাপাশি ছোট্ট অতিথির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় তাঁরাও।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আলিয়া প্রসবের জন্য হাসপাতালে পৌঁছেছেন। সঙ্গে রয়েছেন রণবীরও। হাসপাতালের বাইরে রণবীর ও আলিয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে।
এপ্রিলে বিয়ে রণবীর-আলিয়ার
চলতি বছরের এপ্রিলে বিয়ে করেন আলিয়া-রণবীর। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে হয় দুই তারকার।
তাঁদের বিয়ে এবং আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিয়ের লুকও ছিল বেশ আলোচিত। রণবীর ও আলিয়ার বিয়ের ছবি ইন্টারনেটে হু হু করে ভাইরাল হয়। আলিয়ার কলি থেকে শুরু করে মঙ্গলসূত্র, সব কিছুতেই রণবীরের লাকি নম্বর ৮ দেখা গিয়েছিল, যা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় প্রবল আলোচনা হয়েছিল। কয়েক বছরের প্রেমের সম্পর্কের পর বিবাহের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। করোনার কারণে, বারবার পিছিয়ে যায় বিয়ের তারিখ। বিয়ের কয়েক মাস পর ফের সুখবর দেন দম্পতি।
গর্ভাবস্থাতেই চুটিয়ে 'ব্রহ্মাস্ত্র' ছবির প্রচার করেছেন আলিয়া। দীর্ঘ খরা কাটিয়ে হিট ছবি দিয়ে কামব্য়াক করেন রণবীর। বলিউড ছবি দেখতে ফের হলমুখী হয় দর্শকেরা।