Advertisement

Allu Arjun Arrested: গ্রেফতার অল্লু অর্জুন! 'পুষ্পা ২' -র বড় সাফল্যের মাঝেই বিপদে দক্ষিণী সুপারস্টার

Allu Arjun- Pushpa 2: মুক্তির প্রথম দিন থেকেই ঝোড়ো ব্যাটিং করছে অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার ছবি। এরই মধ্যে এল বড় খবর। গ্রেফতার অল্লু। হায়দরাবাদের  সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টে হওয়ার ঘটনায় দক্ষিণী সুপারস্টারের বিরুদ্ধে বড় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Aajtak Bangla
  • হায়দরাবাদ,
  • 13 Dec 2024,
  • अपडेटेड 1:44 PM IST

সব অপেক্ষার অবসান হয়ে গত ৫ ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পেয়েছে 'পুষ্পা ২'। মুক্তির প্রথম দিন থেকেই ঝোড়ো ব্যাটিং করছে অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার ছবি। এরই মধ্যে এল বড় খবর। গ্রেফতার অল্লু। হায়দরাবাদের  সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টে হওয়ার ঘটনায় দক্ষিণী সুপারস্টারের বিরুদ্ধে বড় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে তাঁকে।

অল্লু অর্জুনকে গ্রেফতার করার পর পুলিশ তাঁকে হায়দরাবাদের চিক্কড়পল্লী থানায় নিয়ে যায়। এরপর অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনার পরে অল্লু ও তাঁর টিম শোক প্রকাশ করেছে। মৃত মহিলার পরিবারের সঙ্গেও দেখা করেছেন অভিনেতা। শুধু তাই নয়, সেই মহিলার পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন দক্ষিণী তারকা।

'পুষ্পা ২' মুক্তির আগে, শেষ মুহূর্তে ছবির প্রচারের সময় ঘটে এক অপ্রীতিকর ঘটনা। ৪ ডিসেম্বর, হায়দরাবাদের আরটিসি এক্স রোডে হুডখোলা গাড়িতে প্রচার সারছিলেন অল্লু। ছবির স্ক্রিনিংয়ে তাঁকে দেখতে ভিড় জমান ভক্তরা। হুড়োহুড়িতে জখম হন বহু মানুষ। এমনকী পদপৃষ্টের মতো ঘটনা ঘটে। 

এদিন সন্ধ্যা থিয়েটারে ছবির প্রিমিয়ার উপলক্ষে আসার কথা ছিল তেলুগু সুপারস্টার অল্লু অর্জুনের। সেই মতো প্রেক্ষাগৃহের সামনে জড়ো হয়েছিলেন ভক্তরা। দক্ষিণী সুপারস্টার সেখানে আসতেই তাঁকে দেখতে ছুটে যান তাঁরা। শুরু হয় বিশৃঙ্খলা। পদপৃষ্ট হয়ে আহত হয়েছেন অভিনেতার একাধিক ভক্ত। গুরুতর আহত হন রেবতী নামে বছর ৩৫-এর এক মহিলা এবং তাঁর ১৩ বছরের ছেলে। পরে হাসপাতালে মৃত্যু হয় রেবতীর। অল্লু ছাড়াও প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষের নামে মামলা রুজু হয় এরপর। 

এই দুর্ঘটনার পরে সংবাদমাধ্যমকে অল্লু বলেন, "সন্ধ্যা থিয়েটারে যে দুর্ঘটনা ঘটেছে তা হওয়া উচিত হয়নি। আমি সেখানে গিয়েছিলাম। গোটা ছবি টা দেখতেও পারিনি, কারণ সে সময় আমার ম্যানেজার আমাকে বলেছিলেন যে এখানে অনেক ভিড়, আমাদের এখান থেকে চলে যেতে হবে। পরের দিন সকালে আমি ঘটনাটি শুনে হতবাক হয়েছিলেম। খুব খারাপ লেগেছে শুনে। এই পুরো বিষয়টি নিয়ে সুকুমার স্যারও খুব বিরক্ত। আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমরা পরিবারকে ২৫ লক্ষ টাকা দিয়েছি। আমরা তাদের কিছুটা সময় দিয়েছি, যাতে এই শোক থেকে বেরিয়ে আসতে পারে। আমি পরে একদিন গিয়ে পরিবারের সঙ্গে দেখা করব। আমরা সব সময় পরিবারের পাশে থাকব এবং তাদের সাহায্য করব।" 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement