Advertisement

Allu Arjun Bail: অল্লুর জামিন মঞ্জুর হাইকোর্টের, শাহরুখ-প্রসঙ্গ টানলেন অভিনেতার আইনজীবী

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে অল্লুর নতুন ছবি ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন নায়ক। তাঁকে দেখতে বিরাট ভিড় জড়ো হয়েছিল ওই চত্বরে। সেই ভিড়ে এক মহিলা পদপিষ্ট হয়ে মারা যান। তাঁর ৯ বছরের সন্তান হাসপাতালে চিকিৎসাধীন।

অল্লু অর্জুন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Dec 2024,
  • अपडेटेड 6:30 PM IST
  • শুক্রবার সকালে গ্রেফতার অল্লু অর্জুন।
  • ১৪ দিনের জেল হেফাজত নিম্ন আদালতের।
  • হাইকোর্টে মঞ্জুর জামিন।

দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুনকে স্বস্তি দিল তেলেঙ্গানা হাইকোর্ট। তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলেন বিচারপতি। এর আগে অভিনেতাকে ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত।  গ্রেফতারি ও এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন অল্লু। সওয়াল-জবাব শেষে হাইকোর্টের পর্যবেক্ষণ, নাগরিক হিসেবে অভিনেতার বাঁচার ও স্বাধীনতার অধিকার রয়েছে। 

হাইকোর্টে শুনানিতে শাহরুখ খানের কথা মনে করিয়ে দেন অল্লু অর্জুনের আইনজীবী। তিনি জানান, 'রইস' ছবির প্রচারের সময় শাহরুখ খানকে দেখতে ভিড় হয়েছিল। এই ভিড়ের দিকে শাহরুখ কিছু টি-শার্ট ছুড়ে দেন। তার জেরে পদপিষ্টের ঘটনা ঘটে। মারা যান এক ব্যক্তি। শাহরুখ খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। প্রথমে গুজরাট হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট শাহরুখ খানকে মুক্তি দেয়। 

আদালতে শাহরুখ খানকে বেকসুর খালাসের রায়ও পড়ে শোনান আইনজীবী। তাতে লেখা ছিল, পদপিষ্ট হয়ে মারা যাওয়া ব্যক্তির মৃত্যুর সঙ্গে শাহরুখের কোনও যোগ ছিল না। আমাদের ক্ষেত্রে অভিনেতা দোতলায় ছিলেন। মহিলা নীচে। আইনজীবী জানান, রাত ৯টা ৪০ মিনিটে সেখানে পৌঁছন অল্লু। সেখানে অভিনেতা আসছেন বলেও পুলিশ জানত। অভিনেতাকে আসতে বাধা দেওয়া হয়নি। অভিনেতাকে আসতে না বলেনি থিয়েটারও। অভিনেতা প্রিমিয়ারে গিয়েছিলেন। শাহরুখ খানও তখন কিছু একটা করছিলেন'। 

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে অল্লুর নতুন ছবি ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন নায়ক। তাঁকে দেখতে বিরাট ভিড় জড়ো হয়েছিল ওই চত্বরে। সেই ভিড়ে এক মহিলা পদপিষ্ট হয়ে মারা যান। তাঁর ৯ বছরের সন্তান হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় অল্লুর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। শুক্রবার সকালে অভিনেতাকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে পেশ করা হয় নিম্ন আদালতে। সেখানে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement