Advertisement

Pushpa 2- Allu Arjun: অল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা রুজু, 'পুষ্পা ২' মুক্তির দিনই বিপদে অভিনেতা?

Allu Arjun News: বুধবার হায়দ্রাবাদের আরটিসি এক্স রোডে হুডখোলা গাড়িতে প্রচার সারছিলেন আল্লু। ছবির স্ক্রিনিংয়ে তাঁকে দেখতে ভিড় জমান ভক্তরা। হুড়োহুড়িতে জখম হন বহু মানুষ। এমনকী পদপৃষ্টের মতো ঘটনা ঘটে।

আল্লু অর্জুন
Aajtak Bangla
  • হায়দরাবাদ,
  • 05 Dec 2024,
  • अपडेटेड 7:46 PM IST

সব অপেক্ষার অবসান হয়ে ৫ ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পেয়েছে 'পুষ্পা ২'। মুক্তির প্রথম দিন থেকেই ঝোড়ো ব্যাটিং করছে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার ছবি। আনন্দের মুহূর্তের মধ্যেও কিছুটা বিষাদ ও উদ্বেগ রয়েছে টিম 'পুষ্পা ২'-র জন্য। শেষ মুহূর্তে ছবির প্রচারের সময় ঘটেছে এক অপ্রীতিকর ঘটনা।

বুধবার হায়দ্রাবাদের আরটিসি এক্স রোডে হুডখোলা গাড়িতে প্রচার সারছিলেন আল্লু। ছবির স্ক্রিনিংয়ে তাঁকে দেখতে ভিড় জমান ভক্তরা। হুড়োহুড়িতে জখম হন বহু মানুষ। এমনকী পদপৃষ্টের মতো ঘটনা ঘটে। এবার এই ঘটনার জন্য দায়ী করে মামলা রুজু করা হয়েছে অল্লু অর্জুনের বিরুদ্ধে। 

বুধবার হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ছবির প্রিমিয়ার উপলক্ষে আসার কথা ছিল তেলুগু সুপারস্টার অল্লু অর্জুনের। সেই মতো প্রেক্ষাগৃহের সামনে জড়ো হয়েছিলেন ভক্তরা। দক্ষিণী সুপারস্টার সেখানে আসতেই তাঁকে দেখতে ছুটে যান তাঁরা। শুরু হয় বিশৃঙ্খলা। পদপৃষ্ট হয়ে আহত হয়েছেন অভিনেতার একাধিক ভক্ত। গুরুতর আহত হন রেবতী নামে বছর ৩৫-এর এক মহিলা এবং তাঁর ১৩ বছরের ছেলে। সূত্র মারফত জানা যাচ্ছে, আল্লু ছাড়াও প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষের নামে মামলা রুজু হয়েছে। 

হায়দরাবাদ পুলিশ ডেপুটি কমিশনার  জানান, "থিয়েটার ম্যানেজমেন্ট বা অভিনেতার টিমের পক্ষ থেকে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি যে তাঁরা থিয়েটার পরিদর্শন করবেন। ভিড় সামলানোর জন্য প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ নিরাপত্তার বিষয়ে বাড়তি কোনও ব্যবস্থার কথা জানায়নি। তারকাদের জন্য আলাদা কোনও প্রবেশ বা প্রস্থান ছিল না। যদিও থিয়েটার ম্যানেজমেন্টের কাছে তাঁদের আগমনের খবর আগে থেকেই ছিল।"

তিনি আরও বলেন, "আল্লুর ব্যক্তিগত নিরাপত্তা দল জনসাধারণকে ধাক্কা দিতে শুরু করে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে দেয়। কারণ থিয়েটারে ইতিমধ্যেই বিশাল জমায়েত ছিল। এই পরিস্থিতির সুযোগ নিয়ে অভিনেতা ও তাঁর নিরাপত্তা দল নিয়ে বহু সংখ্যক মানুষ নিচের ব্যালকনিতে ঢুকে পড়েন। এর ফলে রেবতী নামের এক মহিলা এবং তার ১৩ বছর বয়সী ছেলে প্রবল ভিড়ের চাপে পড়ে। তাদের দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়।"

Advertisement

এদিন রাত সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। বিশৃঙ্খল পরিস্থিতির সময় রেবতী এবং তার ছেলে জ্ঞান হারান। এরপর তাদের বিদ্যানগরের দুর্গাভাই দেশমুখ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর রেবতীকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে মৃত মহিলার ছেলেকে গুরুতর আহত অবস্থায় বেগমপেটের কেআইএমএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement