Aryan Khan Drug Case: ফাঁসানো হয়েছিল শাহরুখের ছেলে আরিয়ান খান (Shahrukh Khan's Son Aryan Khan)-কে। ২ অক্টোবরের তল্লাশি অভিযান ছিল পূর্ব-পরিকল্পিত। তাঁকে ফাঁসিয়ে কয়েকজন টাকা কামানোর চেষ্টায় ছিল। মুম্বই পুলিশের কাছে এই দাবি করেছেন এক সাক্ষী।
গঠিত সিট
ওই ঘটনার তদন্ত করার জন্য মুম্বই পুলিশ গঠন করেছে বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT)। সেখানে ওই সাক্ষী এই দাবি করেছেন। তাঁর নাম বিজয় পাগারে। তিনি ইতিমধ্যে নিজের বয়ান রেকর্ড করেছেন।
তাঁর দাবি বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান (Shahrukh Khan's Son Aryan Khan)-কে ফাঁসানো হয়েছে। একদল মানুষ টাকা কামানোর জন্য এই কাজ করেছেন।
আরও দাবি
বিজয় পাগারে আরও দাবি করেছেন, তিনি সুনীল পাতিলের সঙ্গে গত কয়েক মাস ধরে ছিলেন। তিনি তাঁকে কিছু টাকা দিয়েছিলেন। সেই টাকা উদ্ধারের জন্য সঙ্গে থাকছিলেন।
বিজেপি নেতার দাবি
মহারাষ্ট্রের বিজেপি নেতা মোহিত কম্বোজ দাবি করেছিলেন, এই ঘটনার 'মাস্টারমাইন্ড' সুনীল পাতিল। ওই ব্যক্তি এক এনসিপি নেতার খুব ঘনিষ্ঠ। শনিবারই তার নাম আলোচনার বৃত্তে চলে আসে।
২৭ অক্টোবর
জানা গিয়েছে, ২৭ অক্টোবর সিট গঠিত হয়েছে। তারপর নিজের বয়ান রেকর্ড করেছেন ওই সাক্ষী। তিনি বেশ কিছু দাবি করেছেন।
আর কী কী জানাচ্ছেন তিনি? তাঁর দাবি, সুনীল পাতিলের সঙ্গে গত কয়েক মাস ধরে তিনি থাকছেন। কারণ তাঁর কাছ টাকা জমা রয়েছে এবং সেই টাকা উদ্ধার করতে তিনি সুনীলের সঙ্গে থাকছেন। মহারাষ্ট্রের বিজেপি নেতা মোহিত কম্বোজ দাবি করেছেন, সুনীল পাতিল এনসিপি-র এক নেতার ঘনিষ্ঠ। তোলাবাজির মামলায় তার নাম জড়িয়ে পড়ে। বিজয় পাগারের বাড়ি ধুলেতে।
ইন্ডিয়া টুডে-কে তিনি জানিয়েছেন, ২০১৮ সালে কিছু কাজের জন্য তাকে টাকা দিয়েছিলেন। তবে সেই কাজটা করেনি আর টাকাটা ফেরত দিচ্ছে না। তাই তাকে ফলো করছিলেন। সে যেখানেই যাচ্ছিল না কেন। আহমেদাবাদ, সুরাট এবং মুম্বইয়ের ললিত হোটেল, ফরচুন হোটেল সঙ্গে থেকেছি।
২৭ সেপ্টেম্বর নবি মুম্বইয়ের ফরচুন হোটেলে সুনীল পাতিল ছিল। তাঁর দাবি, সেখানে আরও একটি রুম নেওয়া ছিল। এবং সেটা কে পি গোসাভির নামে।