Advertisement

Aryan Khan Bail Order: মুম্বই ক্রুজ ড্রাগ মামলায় আরিয়ানের বিরুদ্ধে মিলল না ষড়যন্ত্রের প্রমাণ

মুম্বই ক্রুজ ড্রাগ মামলায় আরিয়ান খানকে জামিনের আদেশের বিস্তারিত কপি জারি করেছে বম্বে হাইকোর্ট। তাতে হাইকোর্ট জানিয়েছে, আরিয়ান খানের কাছে কোনওকিছুই পাওয়া যায়নি। পাশাপাশি, আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনও প্রমাণ নেই।

আরিয়ান খান
Aajtak Bangla
  • মুম্বই ,
  • 20 Nov 2021,
  • अपडेटेड 6:55 PM IST
  • ম্বই ক্রুজ ড্রাগ মামলায় আরিয়ান খানকে জামিনের আদেশের বিস্তারিত কপি জারি করেছে বম্বে হাইকোর্ট
  • আরিয়ানের বিরুদ্ধে মেলেনি ষড়যন্ত্রের প্রমাণ
  • আরিয়ান খানের কাছে কোনওকিছুই পাওয়া যায়নি

মুম্বই ক্রুজ ড্রাগ মামলায় (Mumbai Drug Case) আরিয়ান খানকে (Aryan Khan) জামিনের আদেশের বিস্তারিত কপি জারি করেছে বম্বে হাইকোর্ট (Bombay High Court)। তাতে হাইকোর্ট জানিয়েছে, আরিয়ান খানের কাছে কোনওকিছুই পাওয়া যায়নি। পাশাপাশি, আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার বিরুদ্ধে ষড়যন্ত্রেরও কোনও প্রমাণ নেই।

আরিয়ান খানকে গত ২ অক্টোবর গ্রেফতার করে এনসিবি। মুম্বই থেকে গোয়ায় ক্রুজের ড্রাগ পার্টিতে যোগ দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। আরিয়ান সহ তার বন্ধুদেরকে হেফাজতে নেওয়া হয়। আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা সহ আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় বিচার বিভাগীয় হেফাজত পাওয়ার পর আরিয়ান খানকে তিন সপ্তাহ মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি করা হয়। এরপর, ২৮ অক্টোবর আরিয়ান হাইকোর্ট থেকে জামিন পান।

জামিনে মুক্তি পেলেও, আরিয়ানকে প্রত্যেক সপ্তাহে গিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়। শনিবারই আরিয়ান খানের জামিনের আদেশ জারি করেছে বম্বে হাইকোর্ট। এতে মামলা সংক্রান্ত যাবতীয় বিবরণ রয়েছে। বম্বে হাইকোর্ট আরও উল্লেখ করে, "অভিযুনক্তদের মেডিক্যাল পরীক্ষাও করা হয়নি, যাতে সেই সময়ে তাঁরা মাদক সেবন করেছিল কিনা তা পরিষ্কার হবে।" বম্বে হাইকোর্ট আরও জানায়, "এটা অনুমান করা কঠিন যে অভিযুক্তরা মাদক অপরাধের সঙ্গে জড়িত।" 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement