আরজি কর-কাণ্ডে অশান্তির আবহ গোটা রাজ্য জুড়ে। প্রতিবাদে মুখর সাধারণ থেকে তারকারা। সকলেই চাইছেন বিচার। আর এই অশান্ত সময়ের মধ্যেই সামনে এসেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি বহুরূপীর টিজার। পুজোর সময়ই এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর তারই মাঝে অভিনেতা-পরিচালক শিবপ্রসাদ তুলে ধরলেন এমন কিছু মানুষের কথা, যাঁরা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছেন। শিবপ্রসাদ-নন্দিতা তাঁদের আগামী ছবি বহুরূপী-তে একেবারে অন্য ধাঁচের গল্প নিয়ে আসতে চলেছেন। তবে তাঁর আগে অন্য এক বহুরূপার গল্প তুলে ধরলেন পরিচালক তাঁর ফেসবুকের পাতায়।
পুজোয় পর্দায় শিবপ্রসাদ হয়ে উঠবেন বহুরূপী। এই উত্তাল সময়েও মন কেড়েছে এই সিনেমার টিজার। প্রসঙ্গত, এই বহুরূপীরা একটা সময়ে লোকশিল্পে জনপ্রিয়তার শীর্ষে ছিল। গ্রামে গ্রামে নানান ধরনের রূপ নিয়ে তাঁরা ঘুরে বেড়াতেন এবং এটাই ছিল তাঁদের রুজি-রোজগারের প্রধান মাধ্যম। কিন্তু সময়ের আবহে বহুরূপীরা হারিয়ে যাচ্ছেন ক্রমশঃ। এখন আর মেলাতেও এঁদের দেখা যায় না। হয়ত গ্রামেগঞ্জে একজন-দুজনকে দেখাতে পাওয়া যায়। পেটের দায়ে মুখে রং মেখে যাঁরা পথে নেমে আট থেকে আশির মনোরঞ্জন করতেন বা ছদ্মবেশ ধরে বহু অপরাধীদের ধরিয়ে দিতেন পুলিশের কাছে, আজ কি তাঁদের কোনও মূল্যই নেই? সেরকমই এক বহুরূপীকে দেখা যাবে শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে। আর তাঁর কথাই ফেসবুকে তুলে ধরলেন পরিচালক শিবপ্রসাদ।
শিবপ্রসাদের ছবিতে দেখা যাবে ননীচোরা দাস বাউলকে। আর তাঁর সঙ্গেই শিবপ্রসাদ-নন্দিতা ছবি পোস্ট করে লিখলেন, সাধারণত বহুরূপী বলতে যেটা বোঝা যায়, রং মেখে নানারকম মানুষ সেজে এরা লোকালয়ে মানুষদের মধ্যে মিশে থাকে। অনেকে বলে বীরভূমে বহুরূপীদের বেশি পাওয়া যায়। পশ্চিমবঙ্গে বহুরূপী সম্প্রদায় লোকশিল্পী। যদিও বর্তমানে আনুমানিক মোটে ১০৮ জন পড়ে আছেন। বিলুপ্তপ্রায়। ঠিক যেমন ভাবে প্রাণী বহুরূপীও বিলুপ্তির পথে। এরা লোকশিল্পী। এরা পুরাণের কথা, পঞ্চতন্ত্রের কথা, দেব-দেবীর কথা গান গেয়ে মানুষের ঘরে ঘরে বলে বেড়ান। অনেকটা কথকঠাকুরের মতন।
এরপর শিবপ্রসাদ তাঁর দীর্ঘ পোস্টে লেখেন, পশ্চিমবঙ্গে আজ আর বহুরূপীরা লোকশিল্পী নন, পথের ভিখারি হয়েছেন। বাসে কোনও বহুরূপী শিল্পী উঠলে আজ তাঁকে নামিয়ে দেওয়া হয়। আমি চাইব ননীর গান, ননীর সুর আপনারা শুনবেন। আশা করব আপনাদের ভাল লাগবে। দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ, কৌশানী মুখোপাধ্যায় অভিনীত ‘বহুরূপী’। ১৪ অগাস্ট এই ছবির টিজার মুক্তির কথা থাকলেও আরজি কর-কাণ্ডের আবহে তা পিছিয়ে দিয়েছিলেন শিবপ্রসাদ-নন্দিতা। সম্প্রতি এই ছবির টিজার ও অভিনেতা-অভিনেত্রীদের লুকস সামনে এসেছে।