বাংলা সিরিয়াল নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ কম নেই। সন্ধ্যা হলেই টিভির পর্দার সামনে বসে পড়েন বাঙালি দর্শকেরা তাঁদের প্রিয় সিরিয়াল দেখার জন্য। ইদানিং, বাংলা টেলিভিশনের পর্দায় বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে নতুন প্রোমোও। টিআরপি তালিকায় খারাপ নম্বর থাকার দরুণ অনেক ধারাবাহিকই বন্ধ হয়েছে। তার জায়গায় শুরু হচ্ছে নতুন ডেইলি সোপ। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে নতুন এক সিরিয়াল ইতিমধ্যেই তার প্রথম ঝলক দেখে দর্শকেরা বেশ উৎসাহিত।
ফুল-আলো দিয়ে সেজে উঠেছে বিয়ের মণ্ডপ। পান দিয়ে মুখ ঢেকে শুভদৃষ্টির জন্য বউ রেডি। হঠাৎই বন্দুক হাতে এক দুষ্কৃতির আগমন ঘটে। এরপরই দেখা যায় গাড়িতে সংজ্ঞা হারিয়ে বসে রয়েছে সেই নতুন বউ। জ্ঞান ফিরতেই ওই বন্দুকধারী যুবকের জামার কলার চেপে ধরে সে। আর বলতে থাকে প্রথমবার ভালোবাসা পেল। কেন এমনটা করল? তখন ওই যুবক তার হাতে খাবার তুলে দেয় আর বলে, সে কোনও ভুল করেনি। বরং একদিন বুঝতে পারবে যে কত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে। শেষে নিজের নাম বলে, সূর্য। প্রোমোতে ঠিক এইটুকুই দেখানো হয়েছে। সিরিয়ালের নাম মিলি। খুব শীঘ্রই সেটা আসতে চলেছে।
অনেকদিন ধরেই টেলি পাড়ায় খবর ছিল যে আলতা ফড়িংয়ের খেয়ালি মণ্ডল সিরিয়ালে ফিরছে। সেই সঙ্গে আসছেন অনুভব কাঞ্জিলালও। নতুন ধারাবাহিক মিলি-তে খেয়ালি-অনুভবের সঙ্গে দেখা যাবে মিঠাই খ্যাত ধ্রুব চক্রবর্তীকেও। প্রোমো দেখে মনে হল এই সিরিয়ালে নেগেটিভ চরিত্রেই অভিনয় করবেন তিনি। একটু অন্য ধরনের প্রেমের গল্প নিয়ে মিলি সিরিয়ালের প্রোমো দেখে উচ্ছ্বসিত দর্শকেরা।
প্রসঙ্গত, সম্পূর্ণা সিরিজে অনুভব কাঞ্জিলালের অভিনয় দারুণভাবে প্রশংসা পেয়েছিল। এরপরই শোনা গিয়েছিল যে তাঁকে কোনও সিরিয়ালে এরপর দেখা যাবে। মিলি-র প্রোমো দেখার পর সেই জল্পনার অবসান হল। তবে এটা কোন ধারাবাহিকের স্লটে দেখানো হবে সেটা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, সদ্য শেষ হয়েছে পঞ্চমী। ওই সিরিয়ালের স্লট ফাঁকা রয়েছে। তবে এই