Advertisement

Bengali Serial Villain: সংসারে ভাঙন ধরাতে ওস্তাদ, চিনে নিন সিরিয়ালের ৫ খলনায়িকাদের

Bengali Serial Villain: নায়ক নায়িকার মতো খলনায়ক বা খলনায়িকাও একটা বাংলা ধারাবাহিকের বিশেষ অঙ্গ। খলনায়িকা না থাকলে ধারাবাহিক যেন ঠিক জমেনা। খল চরিত্রের জন্যই ধারাবাহিক গুলো এত জমে ওঠে। হাড়হিম করা সব খলনায়িকা। যাদের দেখে দর্শকরাও ভয় পাবেন। আসলে এটাই খল চরিত্রের সার্থকতা। যত মানুষ ভয় পাবে, ততই সেই চরিত্রের সার্থকতা। তবে খল চরিত্ররা পর্দায় খারাপ হলেও, বাস্তবে খুব ভালো মনের মানুষ।

বাংলা সিরিয়ালের সর্বাধিক জনপ্রিয় ভিলেন হলেন এঁরাবাংলা সিরিয়ালের সর্বাধিক জনপ্রিয় ভিলেন হলেন এঁরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Apr 2023,
  • अपडेटेड 7:31 PM IST
  • নায়ক নায়িকার মতো খলনায়ক বা খলনায়িকাও একটা বাংলা ধারাবাহিকের বিশেষ অঙ্গ।
  • খলনায়িকা না থাকলে ধারাবাহিক যেন ঠিক জমেনা।
  • খল চরিত্রের জন্যই ধারাবাহিক গুলো এত জমে ওঠে

নায়ক নায়িকার মতো খলনায়ক বা খলনায়িকাও একটা বাংলা ধারাবাহিকের বিশেষ অঙ্গ। খলনায়িকা না থাকলে ধারাবাহিক যেন ঠিক জমেনা। খল চরিত্রের জন্যই ধারাবাহিক গুলো এত জমে ওঠে। হাড়হিম করা সব খলনায়িকা। যাদের দেখে দর্শকরাও ভয় পাবেন। আসলে এটাই খল চরিত্রের সার্থকতা। যত মানুষ ভয় পাবে, ততই সেই  চরিত্রের সার্থকতা। তবে খল চরিত্ররা পর্দায় খারাপ হলেও, বাস্তবে খুব ভালো মনের মানুষ। টেলি সিরিয়ালে পুরুষদের তুলনায় মহিলা খলনায়িকারাই পর্দা কাঁপাচ্ছেন। আজ দেখে নেওয়া যাক, পর্দার সেই সমস্ত হাড়হিম করা খলনায়িকাদের তালিকা।

অনন্যা বিশ্বাস (Ananya Biswas)
খলনায়িকা বলতেই প্রথমে যার নাম উঠে আসে, তিনি হলেন অনন্যা বিশ্বাস। সেই ‘টাপুর টুপুর’ ধারাবাহিক থেকে খলনায়িকা চরিত্রে জনপ্রিয় হয়েছিলেন তিনি। তারপর একে একে ‘কে আপন কে পর’, ‘যমুনা ঢাকি’, ‘বরণ ‘ ধারাবাহিকে তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছে। এরপর ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকে সেই খলনায়িকার চরিত্রেই দেখা মিলেছে তাঁর।

আরও পড়ুন

চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh)
ইনি ভয়ঙ্কর খলনায়িকা। চোখে মুখে যেন খল চরিত্রের ছাপ। ‘বেহুলা’-র মনসা চরিত্র তাঁকে বেশি জনপ্রিয় করেছিল। তারপর ‘কিরণমালা’ তে কটকটি রানির চরিত্র তাঁকে শ্রেষ্ঠ করে তুলেছে। বর্তমানে এখন তাঁর দেখা মিলছে, ‘গৌরী এল’ ধারাবাহিকে। সেখানেও চিরাচরিত খলনায়িকার ভূমিকায় অভিনয় করছেন চান্দ্রেয়ী।

নন্দিনী চ্যাটার্জী (Nandini Chatterjee)
পারিবারিক খলনায়িকা। পরিবারের মধ্যে সবসময় ভাঙন ধরায়। ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে আন্টি টু এর ভূমিকায় দেখা মিলেছে। বর্তমানে অভিনেত্রী অভিনয় করছেন ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে সৎ মায়ের ভূমিকায়। সেখানেও নেগেটিভ চরিত্রেই দেখা যাচ্ছে তাঁকে। 

নন্দিনী চট্টোপাধ্যায় ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)
বাংলা টেলিভিশন দুনিয়ার আরও একজন খলনায়িকা রীতা দত্ত চক্রবর্তী। তিনি সার্থক খল চরিত্রে নিপুণা। ‘মা’ ধারাবাহিকে পিসির চরিত্রে নেগেটিভ শেডের অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছিলেন। এছাড়াও আরও অনেক ধারবাহিকে কড়া শাশুড়ির ভূমিকায় অভিনয় করেছেন। এরপর অভিনেত্রীকে ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকে খল চরিত্রে দেখা গিয়েছিল।

Advertisement

রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)
টেলিভিশন জগতের উল্লেখযোগ্য খলনায়িকা। বহু ধারাবাহিকে খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। বেশ মানায়ও তাঁকে। বর্তমানে অভিনেত্রীকে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে খল চরিত্রে দেখা গেলেও এখন কিন্তু তিনি এই সিরিয়ালে ভালো মানুষ হয়ে গিয়েছেন। 

Read more!
Advertisement
Advertisement