Advertisement

Bigg Boss Fan Quiz: আপনি কি বিগ বসের ভক্ত? এই ১০ প্রশ্নের উত্তর দিয়ে দেখান তো দেখি

তারকারা ঠিক কেমন সেটা জানার জন্য এই অনুষ্ঠান পছন্দ করেন দর্শকরা। তারকাদের আসল রূপে দেখতে চান তাঁরা। এক দশকেরও বেশি সময় ধরে চলছে বিগ বস। প্রতি সিজনেই নতুন নতুন তারকা আসেন। বিগ বসের খেলায় অনেকে মনের মানুষও খুঁজে পান। বিগ বস-ভক্তদের জন্য আজতক বাংলা আনল বিগ বস ক্যুইজ।

bigg boss quiz বিগ বস ক্যুইজ। bigg boss quiz বিগ বস ক্যুইজ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Oct 2022,
  • अपडेटेड 4:01 PM IST
  • তারকাদের আসল রূপে দেখতে চান ভক্তরা।
  • বিগ বস অত্যন্ত জনপ্রিয় টিভি শো।
  • এক দশকের বেশি সময় ধরে সম্প্রচারিত হচ্ছে বিগ বস।

শুরু হয়ে গিয়েছে বিগ বসের সিজন ১৬। তারকারা ঠিক কেমন সেটা জানার জন্য এই অনুষ্ঠান পছন্দ করেন দর্শকরা। তারকাদের আসল রূপে দেখতে চান তাঁরা। এক দশকেরও বেশি সময় ধরে চলছে বিগ বস। প্রতি সিজনেই নতুন নতুন তারকা আসেন। বিগ বসের খেলায় অনেকে মনের মানুষও খুঁজে পান। বিগ বস-ভক্তদের জন্য আজতক বাংলা আনল বিগ বস ক্যুইজ। ১০টি প্রশ্ন দেওয়া হয়েছে। যে প্রশ্নগুলির উত্তর রয়েছে নীচে। একবার চেষ্টা করে দেখুন তো উত্তর দিতে পারেন কিনা। 

১।  এই অভিনেতাদের মধ্যে কে এখনও পর্যন্ত বিগ বসের সঞ্চালনা করেননি?

ক। আরশাদ ওয়ারসি খ। অমিতাভ বচ্চন  গ। সলমন খান ঘ। শাহরুখ খান

আরও পড়ুন

২। বিগ বসের প্রথম সিজন কবে এসেছিল? 

ক। ২০০৬ খ। ২০০৭ গ। ২০০১ ঘ।  ২০০৫ 

৩। এই ৪ জনের মধ্যে কে বিগ বস জেতেননি? 

ক। সিদ্ধার্থ শুক্লা খ। তনীশা মুখোপাধ্যায় গ। শিল্পা শিন্ডে ঘ। মনবীর গুজ্জর

৪। বিগ বসে কোন প্রতিযোগী বলেছিলেন,'তডা কুত্তা টমি, সাডা কুত্তা কুত্তা'?  

ক। শাহনাজ গিল খ। পারস ছাবড়া গ। এজাজ খান ঘ। রুবিনা দিলাইক  

৫। বিগ বসের কোন কাপল বিয়ে করেছেন?

ক। গৌহর খান-কুশল ট্যান্ডন   খ। প্রিন্স নারুলা-যুবিকা চৌধরী গ। পারস ছাড়বা-মাহিরা শর্মা ঘ। পুনীশ শর্মা-বন্দগী কালরা    

৬। বিগ বসের প্রথম সিজনের সঞ্চালক/সঞ্চালিকা কে ছিলেন? 

ক। অমিতাভ বচ্চন খ। আরশাদ ওয়ারসি ৩। সঞ্জয় দত্ত ৪। শিল্পা শেট্টি 

৭। অমিতাভ বচ্চন বিগ বসের কোন সিজনে সঞ্চালনা করেছিলেন

ক। সিজন ২ খ। সিজন ৩ গ। সিজন ৪ ঘ। সিজন ৫    

৮। বিগ বস সিজন ১৬-য় প্রথম কোন সদস্য ঘরের বাইরে চলে গিয়েছেন? 

ক। শ্রীজিতা দে খ। মান্যা সিং ৩। সৌন্দর্যা শর্মা ৪। গৌতম বিজ 

৯। BB16: ঘরের রেশন ছেড়ে দিয়ে কে অধিনায়ক হয়েছেন?   

Advertisement

ক। গৌতম বিজ খ। শিব ঠাকরে গ। গোরি নাগোরি ৪। সাজিদ খান 

১০। এই চারজনের মধ্যে কে মরাঠি বিগ বস জিতেছেন?

ক। গৌতম বিজ খ। শিব ঠাকরে গ। অর্চনা গৌতম ঘ। নিমরত কৌর অহলুওয়ালিয়া

উত্তরমালা

এবার দেখে নিন আপনার উত্তর কটা সঠিক, নীচে দেওয়া হল ১০টি প্রশ্নের উত্তর- 

 ১। ঘ। শাহরুখ খান
২। ক। ২০০৭ 
৩। খ। তনীশা মুখোপাধ্যায়
৪। ক। শাহনাজ গিল 
৫। খ। প্রিন্স নারুলা-যুবিকা চৌধরী
৬। খ। আরশাদ ওয়ারসি
৭। খ। সিজন ৩
৮। ক। শ্রীজিতা দে
৯। ক। গৌতম বিজ
১০। খ। শিব ঠাকরে

Read more!
Advertisement
Advertisement