Advertisement

সুশান্তের পরিবারে ফের শোকের ছায়া, মৃত্যু পরিবারের ৫ সদস্যের

গত বছরই মুম্বইয়ে প্রয়াত হন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর প্রয়াণে শোকাহত হয়ে পড়েন বলিউড তথা অনুরাগীরা। মুম্বইয়ে বান্দ্রার ফ্ল্যাটে আত্মহনন করেছিলেন সুশান্ত। যদিও, ঠিক কী কারণে তাঁর মৃত্যু সে নিয়ে রহস্য রয়েই গেছে। বছর ঘুরতে না ঘুরতেই পরিবারে নেমে এল শোকের ছায়া। মঙ্গলবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মারা যান সুশান্তের পরিবারের ৫ সদস্য।

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 Nov 2021,
  • अपडेटेड 7:15 PM IST
  • ফের একবার শোকের ছায়া নেমে এল সুশান্ত সিং রাজপুতের পরিবারে
  • ভয়াবহ পথ দুর্ঘটনায় মারা যান সুশান্তের পরিবারের ৫ সদস্য
  • বিহারের লক্ষীসরাইয়ে পথ দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে

ফের একবার শোকের ছায়া নেমে এল সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) পরিবারে। গত বছরই মুম্বইয়ে প্রয়াত হন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর প্রয়াণে শোকাহত হয়ে পড়েন বলিউড তথা অনুরাগীরা। মুম্বইয়ে (Mumbai) বান্দ্রার (Bandra) ফ্ল্যাটে আত্মহনন করেছিলেন সুশান্ত। যদিও, ঠিক কী কারণে তাঁর মৃত্যু সে নিয়ে রহস্য রয়েই গেছে। বছর ঘুরতে না ঘুরতেই পরিবারে নেমে এল শোকের ছায়া। মঙ্গলবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) মারা যান সুশান্তের পরিবারের ৫ সদস্য।

বিহারের (Bihar) লক্ষীসরাইয়ে পথ দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ জন। মঙ্গলবার ভোরে লক্ষীসরাই জেলার সিকান্দ্রা-শেখপুরার ৩৩৩ নম্বর জাতীয় সড়কে হালসি থানা এলাকার পিপরা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে সুমো গাড়িটির চালক সহ একই পরিবারের ৬ জন ঘটনাস্থলেই মারা যান। পরিবারের এক সদস্যের শেষকৃত্যেই সুশান্তের পরিবার পাটনা গিয়েছিলেন। সেখান থেকেই অনুষ্ঠানে জামুইখেরা ফেরার পথে দুর্ঘটনা জিতে। শেষকৃত্য সম্পন্ন করে আর বাড়ি ফেরা হল না কারোরই।

এই দুর্ঘটনায় মারা যাওয়া ৬ জনের মধ্যে একজন হলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শ্যালক লালজিৎ সিং। সুশান্ত সিং রাজপুতের শ্যালক হরিয়ানার পুলিশ বিভাগে উচ্চ পদে নিযুক্ত। তাঁর নাম ওমপ্রকাশ সিং। 

অন্যদিকে  সুশান্তের মৃত্যুর এক বছর কেটে গেলেও এখনও তাঁর মৃত্যুর ধোঁয়াশা কাটেনি। ১৪ জুন, ২০২০-তে বান্দ্রায় সুশান্তের দেহ উদ্ধার হয়। মুম্বই পুলিশ সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করে। এরপর এই ঘটনায় অনেক জল বয়ে গেলেও সুবিচার এখনও মেলেনি।  
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement