Advertisement

Sahitya AajTak 2024: বাংলায় ঘুরে গিয়েছেন আমির-পুত্র, সেই জায়গার কথা শেয়ার করলেন জুনেইদ

Sahitya AajTak 2024: বলিউড সুপারস্টার আমির খানের ছেলে ও অভিনেতা জুনেইদ খানের সোশ্যাল মিডিয়ায় নেই কোনও অ্যাকাউন্ট। দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়োজিত তিনদিনব্যাপী সাহিত্য আজতক ২০২৪-এর মঞ্চে এসে জুনেইদ খান শোনালেন তাঁর জীবনের এরকমই অনেক অজানা কাহিনী।

সাহিত্য আজতক ২০২৪
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Nov 2024,
  • अपडेटेड 8:18 PM IST
  • বলিউড সুপারস্টার আমির খানের ছেলে ও অভিনেতা জুনেইদ খানের সোশ্যাল মিডিয়ায় নেই কোনও অ্যাকাউন্ট।

বলিউড সুপারস্টার আমির খানের ছেলে ও অভিনেতা জুনেইদ খানের সোশ্যাল মিডিয়ায় নেই কোনও অ্যাকাউন্ট। দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়োজিত তিনদিনব্যাপী সাহিত্য আজতক ২০২৪-এর মঞ্চে এসে জুনেইদ খান শোনালেন তাঁর জীবনের এরকমই অনেক অজানা কাহিনী। যা শুনলে অবাক হবেন বইকি। জুনেইদের সঙ্গে এসেছিলেন পরিচালক সিদ্ধার্থ মালহোত্রা। এই জুটি মিলে কাজ করেছিলেন মহারাজ-এ। যেটা ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। 

সাহিত্য আজতক ২০২৪-এ এসে জুনেইদ খান বলেন যে তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনও অ্যাকাউন্ট নেই। শুধু তাই নয়, আমির-পুত্র জানিয়েছেন যে তাঁর ভাল ছবি তুলতে ভাল লাগে না এবং তাঁর এই ছবি তোলার বিশেষ শখও নেই। প্রসঙ্গত, মহারাজ-এর মাধ্যমেই জুনেইদ খান বলিউডে তাঁর ডেবিউ করেন। এরপরই তাঁকে জিজ্ঞাসা করা হয় যে তিনি তাঁর বাবা ও মিস্টার পারফেক্টসনিস্ট আমির খানের থেকে কোনও টিপস পেয়েছিলেন কী? জুনেইদ বলেন, শুরুর দিকে এত টিপস পাইনি। তবে আমি যখন ১৮-১৯ বছরের ছিলাম আর কর্মাস পড়ছিলাম আর আমি তখন বাবাকে বলেছিলাম যে আমি থিয়েটার স্কুলে যাব, আমেরিকায়। বাবা বলেছিলেন অভিনয় আমি যে কোনও জায়গাতেই শিখে নিতে পারি। অভিনয় করতে করতেও শিখে যাব। যেটা তাড়াতাড়ি শিখতে পারবে না তা হল ভারতীয় সংস্কৃতি। আমি সেই সময় হ্যাঁ বললেও পরে আমেরিকা উড়ে গিয়েছিলাম। 

মহারাজ ছবিটি ঘিরে দেশজুড়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কিন্তু জুনেইদ খান জানতেন যে এই ছবি শেষপর্যন্ত মুক্তি পাবে। আমির-পুত্র বলেন, যখন গুজরাট হাইকোর্টের স্থগিতাদেশ আসে, আমরা খুব চিন্তিত ছিলাম। কিন্তু আমরা জানতাম যে সিদ্ধার্থ (পি মালহোত্রা) স্যার খুব যত্ন সহকারে এবং অনেক সম্মানের সঙ্গে ছবিটি তৈরি করেছিলেন। আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম যে এটি একদিন মুক্তি পাবে। এ প্রসঙ্গে পরিচালক সিদ্ধার্থ গুজরাত হাইকোর্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ছবিটি খুবই সাবধানে তৈরি করা হয়েছিল। আমি গুজরাট হাইকোর্টকে ধন্যবাদ জানাতে চাই যে তারা ছবিটি দেখেছে এবং বলেছে যে এটি কোনো ধর্মের বিরুদ্ধে নয়। ছবিটি ভালো; যা আমরা আগে থেকেই জানতাম। এখানে উল্লেখ্য, মহারাজ প্রাথমিকভাবে ১৪ জুন নেটফ্লিক্সে প্রিমিয়ারের জন্য সেট করা হয়েছিল। তবে স্থগিতাদেশ জারির পর অবশেষে ২১ জুন ছবিটি মুক্তি পায়।

Advertisement

নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গিয়ে জুনেইদ বলেন যে তিনি ঘুরতে পছন্দ করেন। তিনি সম্প্রতি জাপান থেকে ঘুরে এসেছেন। এছাড়াও ইউরোপ তাঁর পছন্দের দেশ। ভারতের মধ্যে পুদুচেরি, দার্জিলিং ও গোয়াতেও গিয়েছেন। জুনেইদ তাঁর মেজাজের ওপর নির্ভর করেন যে তাঁর কখন সমুদ্র বা পাহাড়ে যেতে ইচ্ছে করছে। দিল্লিতে বেশিরভাগ সময়ে জুনেইদ কাজে আসলেও এখানকার খাওয়া-দাওয়া বেশ পছন্দের। তবে বাটার চিকেন ও চাট খেতে বেশি ভালোবাসেন আমির-পুত্র। 

 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement