Advertisement

Bipasha Basu: লাল বেনারসি-পায়ে সোনার তোরা, বাঙালি মতে মুখেভাত বিপাশা-কন্যার, VIDEO

Bipasha Basu: যতই মুম্বইয়ে থাকুন আদপে তো বাঙালি। তাই বাঙালি মতেই পাঁচমাসে মেয়ের মুখে ভাত দিলেন বলিউড অভিনেত্রী তথা বং তনয়া বিপাশা বসু। একেবারে বাঙালি রীতি-নীতি মেনেই বিপাশার মেয়ে দেবী প্রথম ভাত খেল।

বিপাশা বসুর মেয়ে দেবীর মুখেভাত অনুষ্ঠান
Aajtak Bangla
  • মুম্বই,
  • 11 Jun 2023,
  • अपडेटेड 9:56 AM IST
  • যতই মুম্বইয়ে থাকুন আদপে তো বাঙালি। তাই বাঙালি মতেই পাঁচমাসে মেয়ের মুখে ভাত দিলেন বলিউড অভিনেত্রী তথা বং তনয়া বিপাশা বসু। একেবারে বাঙালি রীতি-নীতি মেনেই বিপাশার মেয়ে দেবী প্রথম ভাত খেল।

যতই মুম্বইয়ে থাকুন আদপে তো বাঙালি। তাই বাঙালি মতেই পাঁচমাসে মেয়ের মুখে ভাত দিলেন বলিউড অভিনেত্রী তথা বং তনয়া বিপাশা বসু। একেবারে বাঙালি রীতি-নীতি মেনেই বিপাশার মেয়ে দেবী প্রথম ভাত খেল। পরিবারের সদস্যদের নিয়েই এই মুখেভাতের অনুষ্ঠান হল। প্রসঙ্গত, দেবীর জন্মের পর থেকেই মা বিপাশা ও বাবা করণ দারুণ উচ্ছসিত। কন্যার সমস্ত কার্যকলাপ তাঁরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভোলেন না।  

মুখে ভাত উপলক্ষ্যে বাঙালিরা ঠিক যেভাবে তাঁদের কন্যা সন্তানকে সাজিয়ে তোলেন, বিপাশাও কিন্তু সেই একই পথে হেঁটেছেন। ছোট্ট দেবীর পরনে ছিল লাল বেনারসি, মাথায় চন্দন, পায়ে সোনার তোরা। ধান, দুর্বা, প্রদীপ দিয়ে আশীর্বাদ করা হল একরত্তিকে। বাবা করণ সিং গ্রোভারের কোলে বসে সবটাই দেখছিল দেবী। 

নিয়ম মেনে হয়ছে সবকিছুই। থালা থেকে পছন্দের জিনিস পর্যন্ত তুলেছে বিপাশা কন্যা। লাল বেনারসি, মাথায় মুকুট – সে যেন ছোট্ট দুর্গা। কখনও এর কোলে কখনও ওর কোলে.. সে ঘুরে বেড়াচ্ছে নিজের মত। সোশ্যাল মিডিয়ায় দেবীর মুখে ভাতের ভিডিও শেয়ার করেছেন বিপাশা। লিখলেন, “আমার দেবীর মুখেভাত। ওকে সবাই আশীর্বাদ করবেন। দুর্গা দুর্গা”। মেয়ের সঙ্গে মিলিয়ে বিপাশাও পরেছিলেন লাল রঙের পোশাক। তবে দেবীর মুখে ভাতে বলিউডের কোনও তারকাদের দেখা মেলেনি। একেবারে ঘরোয়াভাবেই পালন হয়েছে দেবীর মুখে ভাত। 

প্রসঙ্গত, বিয়ের বহু বছর পর বিপাশা-করণের কোলে আসে ছোট্ট দেবী। গত বছর নভেম্বরে দেবীর জন্ম দেন অভিনেত্রী। অর্ন্তঃসত্ত্বা অবস্থায় বেশ সমস্যায় পড়েছিলেন তিনি। থাকতে হয়েছিল বিশ্রামে। এখন মেয়েকে নিয়েই কাটে বিপাশার সারাদিন। বিপাশার মেয়ের ডাকনামও রয়েছে, সম্প্রতি তা জানিয়েছেন অভিনেত্রী নিজে। দেবীর ডাকনাম মিষ্টি। এই নামেই তাকে মা-বাবা সব পরিবারের সকলে ডাকবে।   

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement