Advertisement

Mushtaq Khan: এবার কিডন্যাপ করা হল 'Welcome'-এর সেই অভিনেতাকেও, সুনীলের মতোই?

Mushtaq Khan: কমেডিয়ান সুনীল পালের অপহরণের ঘটনা সামনে আসার পর স্ত্রী ২ অভিনেতা মুস্তাক খানও জানিয়েছেন যে তাঁকেও সম্প্রতি অপহরণ করা হয়। তাঁর এই অভিযোগের পর পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করেছে। এক অনুষ্ঠানে যাওয়ার সময় তাঁর সঙ্গে এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।

কিডন্যাপ হন মুস্তাক খান
সানা ফারজিন
  • মুম্বই,
  • 11 Dec 2024,
  • अपडेटेड 5:19 PM IST
  • কমেডিয়ান সুনীল পালের অপহরণের ঘটনা সামনে আসার পর স্ত্রী ২ অভিনেতা মুস্তাক খানও জানিয়েছেন যে তাঁকেও সম্প্রতি অপহরণ করা হয়।

কমেডিয়ান সুনীল পালের অপহরণের ঘটনা সামনে আসার পর স্ত্রী ২ অভিনেতা মুস্তাক খানও জানিয়েছেন যে তাঁকেও সম্প্রতি অপহরণ করা হয়। তাঁর এই অভিযোগের পর পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করেছে। এক অনুষ্ঠানে যাওয়ার সময় তাঁর সঙ্গে এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। এই বিষয়ে ইন্ডিয়া টুডে ডিজিটালের সঙ্গে কথা বলেছেন অভিনেতার ব্যবসায়িক পার্টনার শিবম যাদব। শিবম জানিয়েছেন যে মিরাটে গত ২০ নভেম্বর এক অ্যাওয়ার্ড শোতে যাওয়ার সময় কীভাবে মুস্তাক খানের সঙ্গে এই ঘটনা ঘটে।  

ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, মুস্তাককে এই শো-এর জন্য অগ্রিম টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় এবং বিমানের টিকিটও অভিনেতার কাছে পৌঁছে যায়। এরপর অভিনেতা যখন দিল্লি বিমানবন্দরে নামেন, তখন তাঁকে একটি গাড়িতে উঠতে বলা হয়। গাড়িটি মিরাট যাওয়ার পরিবর্তে মাঝরাস্তায় ঘুরিয়ে দেওয়া হয়। মুস্তাতকে বিজনোরের কাছে কোথাও নিয়ে আসা হয় বলে জানিয়েছেন শিবম। ব্যবসায়িক পার্টনার আরও জানান যে অপহরণকারীরা অভিনেতাকে প্রায় ১২ ঘণ্টা আটকে রেখে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করেন। যদিও মুস্তাক অত টাকা দিতে পারেনি, তবে অভিনেতার ছেলের থেকে ২ লক্ষ টাকা অপহরণকারীকে দেওয়া হয়। পরের দিন ভোরে, মুস্তাক যখন সকালের আজান শুনতে পান, তখন বুঝতে পারেন যে মসজিদ কাছেই রয়েছে। এরপরঅ অভিনেতা সেই জায়গা থেকে পালিয়ে মসজিদে উপস্থিত মানুষের কাছে সাহায্য চান এবং পুলিশের সাহায্যে তিনি নিরাপদে বাড়ি ফিরে আসেন। 

শিবম বলেন, 'মুস্তাক ও তাঁর পরিবার এই ঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। যদিও মুস্তাক এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করবেন বলেই ঠিক করে রেখেছিলেন। আমি বিজনোরে গিয়ে এফআইআর করে আসি। আমাদের কাছে ফ্লাইটের টিকিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিমানবন্দরের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে।' মুস্তাক আশেপাশের এলাকা, এমনকি যে বাড়িতে তাঁকে রাখা হয়েছিল তাও চিনতে পেরেছে। আমি আশা রাখছি পুলিশ অপরাধীদের দ্রুত গ্রেফতারও করবে। সম্প্রতি কমেডিয়ান সুনীল পালের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে হুবহু মিল রয়েছে মুস্তাক খানের ঘটনার। কমেডিয়ান সুনীল পাল ইন্ডিয়া টুডে ডিজিটালকে বলেছিলেন যে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার অজুহাতে তাকে একটি স্থানে নিয়ে যাওয়া হয়। অপহরণকারীরা প্রথমে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও বন্ধুদের সহায়তায় প্রায় ৭.৫ লাখ টাকার ব্যবস্থা করার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সুনীল পাল ও মুস্তাক খানের ঘটনা সামনে আসার পর মনে করা হচ্ছে যে কোনও একটি সিন্ডিকেট এর পিছনে কাজ করছে, যারা ইভেন্টে নিয়ে আসার নাম করে সেলিব্রিটিদের ক্ষতি করে তাঁদের থেকে টাকা নিচ্ছে।

Advertisement

প্রসঙ্গত, মুস্তাক খানকে সম্প্রতি ‘স্ত্রী ২’ ছবিতে দেখা গিয়েছে। তাঁর অভিনয় প্রশংসিতও হয়েছে দর্শকদের কাছে। তবে হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনার প্রভাব পড়েছে তাঁর উপর খুব গভীরভাবে বলা চলে।    

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement