Advertisement

Bollywood Singer KK Died : চলে গেলেন কেকে, শ্রোতাদের 'ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল'

মানুষটির জন্ম ১৯৬৮ সালের ২৩ অগাস্ট দিল্লির এক মালায়ালি পরিবারে। সঙ্গীত জগতে কে কে নামে পরিচিত হলেও তাঁর আসেল নাম কৃষ্ণকুমার কুন্নথ (Krishnakumar Kunnath)। দিল্লির মাউন্ট সেন্ট ম্যারিস স্কুল পড়াশোনা করেন কৃষ্ণকুমার। এরপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কিরোরি মাল কলেজ থেকে স্নাতক হন তিনি। 

প্রয়াত কেকে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jun 2022,
  • अपडेटेड 1:13 AM IST
  • চলে গেলেন কেকে
  • কলকাতায় করেন শেষ অনুষ্ঠান
  • শো-এর পর আকস্মিক প্রয়াণ

প্রয়াত বলিউডের বিখ্যাত সঙ্গীত শিল্পী কে কে (KK)।  কলকাতার নজরুল মঞ্চে শেষ অনুষ্ঠান করার পরেই আকস্মিক অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বলিউডের এহেন ভার্সেটাইল সিঙ্গারের হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ শিল্পীমহল। 

মানুষটির জন্ম ১৯৬৮ সালের ২৩ অগাস্ট দিল্লির এক মালায়ালি পরিবারে। সঙ্গীত জগতে কে কে নামে পরিচিত হলেও তাঁর আসেল নাম কৃষ্ণকুমার কুন্নথ (Krishnakumar Kunnath)। দিল্লির মাউন্ট সেন্ট ম্যারিস স্কুল পড়াশোনা করেন কৃষ্ণকুমার। এরপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কিরোরি মাল কলেজ থেকে স্নাতক হন তিনি। 

মিউজিক্যাল কেরিয়ার

১৯৯৯ সালে প্রথম প্রকাশিত হয় কেকের একক অ্যালবাম 'পল'। প্রথম অ্যালবামেই বিপুল জনপ্রিয়তা পান কে কে। অ্যালবামের টাইটেল ট্র্যাকটি মানুষের মুখে মুখে ফিরতে শুরু করে। ওই বছরই 'হাম দিল দে চুকে সনম' ছবিতে 'তরপ তরপ' গানটি তাঁর পায়ের তলার মাটি শক্ত করে দেয় বলিউডে। যদিও তাঁর ২ বছর আগে, অর্থাৎ ১৯৯৭ সালেই  এ আর রহমানের হাত ধরে প্রথম প্লে ব্যাকে সুযোগ পান তিনি। পরবর্তী সময়ে হিন্দির পাশাপাশি অন্যান্য ভাষাতেও প্রচুর গান গেয়েছেন কেকে। সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীর সঙ্গে কে কে-র টিউনিং বিশেষভাবে পছন্দ ছিল শ্রোতাদের।

ঝুলিতে বহু পুরস্কার

'তরপ তরপ', 'বরদাস্ত নেহি কর সকতা', 'দশ বহানে', 'আঁখো মে তেরি', 'জারা সা', 'খুদা জানে'র মতো হিট গানগুলির জন্য মোট ৫ বার বেস্ট মেল প্লে ব্যাক সিঙ্গার ক্যাটাগরিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন কে কে। এছাড়াও স্ক্রিন অ্যাওয়ার্ড, জি সিনে অ্যাওয়ার্ড, আইফা অ্যাওয়ার্ড-সহ প্রচুর পুরস্কার রয়েছে বিখ্যাত এই সিঙ্গারের ঝুলিতে। এহেন সঙ্গীত শিল্পীরই কণ্ঠ চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল মঙ্গলবার। বলিউড তথা গোটা সঙ্গীতজগত হারালো এক উজ্জ্বল নক্ষত্রকে। 

Advertisement

আরও পড়ুন

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement