Advertisement

দেবের করোনা, আক্রান্ত মিমি-রুদ্রনীল সহ আরও অনেক তারকা

কোভিড ১৯-এ আক্রান্ত হলেন টলিউডের সুপারস্টার দেব (Dev)। করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন অভিনেতা। তবে তাঁর প্রায় কোনওরকম উপসর্গ নেই বলেই জানিয়েছেন তিনি। বর্তমানে হোম বাড়িতেই আইসোলেশানে রয়েছেন দেব। 

করোনায় আক্রান্ত তারকারা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jan 2022,
  • अपडेटेड 9:18 PM IST
  • করোনায় আক্রান্ত দেব
  • বাড়িতেই রয়েছেন আইসোলেশানে
  • মারণ ভাইরাসে আক্রান্ত আরও অভিনেতা-অভিনেত্রী

বলিউড-টলিউডে ক্রমেই চওড়া হচ্ছে করোনার থাবা। গতকাল থেকে আজকের মধ্যে বেশকয়কজন তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। এবার কোভিড ১৯-এ আক্রান্ত হলেন টলিউডের সুপারস্টার দেব (Dev)। করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন অভিনেতা। তবে তাঁর প্রায় কোনওরকম উপসর্গ নেই বলেই জানিয়েছেন তিনি। বর্তমানে হোম বাড়িতেই আইসোলেশানে রয়েছেন দেব। 

আর শুধু দেবই নয়, আক্রান্ত হয়েছেন আরও অনেকে। করোনা বাসা বেঁধেছে অভিনেত্রী রুক্মিনী মৈত্রের (Rukmini Maitra) শরীরেও। তিনিও সেই কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শ মতো তিনিও রয়েছেন হোম আইসোলেশানে। একইসঙ্গে খুব তাড়াতাড়িই তিনি সুস্থ হয়ে উঠবেন বলেও আশাপ্রকাশ করেছেন অভিনেত্রী। 

 

করোনায় আক্রান্ত আরও এক অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় নিজের পজেটিভ হওয়ার কথা ঘোষণা করে মিমি জানান, তিনি গত কয়েকদিনে বাড়ির বাইরেই যাননি। বর্তমান তিনিও চিকিৎসকের পরামর্শ মতো বাড়িতেই আইসোলেশানে রয়েছেন। পোস্টে সবাইকে মাস্ক পরার বার্তাও দিয়েছেন মিমি। 

অন্যদিকে অভিনেতা রুদ্রনীল ঘোষও (Rudranil Ghosh) করোনায় আক্রান্ত। তিনিও নিজের আক্রান্ত হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। একইসঙ্গে সবাইকে সাবধানে ও সুস্থ থাকার বার্তাও দিয়েছেন অভিনেতা। 

প্রসঙ্গত ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো তারকারও। এদিকে এই পরিস্থিতিতে আপাতত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে (KIFF) স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।  
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement