Advertisement

Tollywood Star Kid: দেখা গিয়েছে গয়নার বিজ্ঞাপনেও, টলিউডে পা রাখছেন নাকি এই অভিনেতার মেয়ে?

Tollywood Star Kid: দাদু-বাবা দুজনেই অভিনয় পেশার সঙ্গে যুক্ত। তাই মেয়ের রক্তেও অভিনয় থাকবে না, এটা তো হতেই পারে না। বেশ কিছু বছর আগেও লাইমলাইট থেকে দূরে থাকতেই ভালোবাসতেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া।

চেনেন এই স্টারকিডকে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Dec 2024,
  • अपडेटेड 11:21 AM IST
  • বেশ কিছু বছর আগেও লাইমলাইট থেকে দূরে থাকতেই ভালোবাসতেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া।

দাদু-বাবা দুজনেই অভিনয় পেশার সঙ্গে যুক্ত। তাই মেয়ের রক্তেও অভিনয় থাকবে না, এটা তো হতেই পারে না। বেশ কিছু বছর আগেও লাইমলাইট থেকে দূরে থাকতেই ভালোবাসতেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া। কিন্তু এখন সব আড়াল সরে গিয়েছে। শাশ্বত-কন্যার গ্ল্যামার রীতিমতো তাক লাগিয়ে দেবে আপনাকে। যে কোনও টলিউড অভিনেত্রীকে হার মানাবেন হিয়া। 

এই মুহূর্তে হিয়ার সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা যাবে একাধিক ফটোশ্যুটের ছবি রয়েছে সেখানে। সেইসব ছবি দেখলে আপনার মনে হতেই পারে হিয়া কোনও টলিউড স্টার। কালো রঙের নেটের পোশাকের ভেতর দিয়ে উঁকি মারছে ব্রালেট আবার কখনও বা সাদা রঙের শর্ট ড্রেসে মন কাড়বেন হিয়া। রয়েছে ট্র্যাডিশনাল লাল রঙের লহেঙ্গা লুকসও। আবার অন্যরকম মডেল মডেল লুকসেও দেখা যাবে শাশ্বত কন্যাকে। সব মিলিয়ে হিয়ার কিলার পোজ এখন ঘায়েল করছে নেট দুনিয়াকে।

 

মেদহীন ফিগার সঙ্গে নাচেও পারদর্শী শাশ্বতর কন্যা হিয়া। ইতিমধ্যেই এক গয়নার বিজ্ঞাপনের মুখ হিসাবে হিয়াকে দেখা গিয়েছে। তবে কি এবার পরবর্তী পদক্ষেপ টলিউড? না, এই বিষয়ে খোলসা করে বাবা শাশ্বত কিছু না বললেও এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন যে মেয়ে বড় হয়েছে, সে তাঁর জীবনে যেটা করতে হয় করবে। বাবা হিসাবে শাশ্বতর কোনও সহযোগিতা লাগলে তা তিনি অবশ্যই করবেন। এর সঙ্গে শাশ্বত এও জানান যে গ্ল্যামার দুনিয়াতে আসার প্রবল ইচ্ছে রয়েছে হিয়ার। নাচের পাশাপাশি নিয়মিত জিমেও যাচ্ছে শাশ্বত-কন্যা। 

কিছুদিন আগেই বিকিনি লুকসে এসে সকলকে চমকে দিয়েছিলেন হিয়া। তাঁর বিকিনি লুকস নেট দুনিয়ায় উষ্ণতার পারদ চড়িয়েছিল। এই মুহূর্তে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করছেন তিনি। মাস কমিউনিকেশন ও ভিডিয়োগ্রাফি নিয়ে মাস্টার্স করছেন হিয়া। বয়স ২০-র গণ্ডি পেরিয়েছেন তিনি। সঙ্গে নাচটাও সমানভাবে চালিয়ে যাচ্ছেন শাশ্বত-কন্যা। শ্যুটিংয়ের মাঝেই বড় হয়েছেন হিয়া। ইদানিং তাঁকে দেখা যাচ্ছে বলি-টলির নানা পার্টিতে। মেয়ে হিয়ার গ্ল্যামার দুনিয়াতে আসার ইচ্ছাকে প্রবলভাবে অনুপ্রাণিত করছেন মা মহুয়া চট্টোপাধ্যায়। ফটোশ্যুটের যাবতীয় আয়োজন মহুয়াকেই করতে দেখা গিয়েছে।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement