Advertisement

Pornography case: স্বস্তি রাজ কুন্দ্রার, পর্নোগ্রাফি কাণ্ডে জামিন মঞ্জুর

পর্ন-কাণ্ডে জামিনে মুক্ত অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা। সোমবারই পর্নোগ্রাফি মামলায় জামিন পেয়েছেন রাজ। মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে ৫০ হাজার টাকার জামানতে জামিন দেওয়া হয়। রাজ কুন্দ্রার বিরুদ্ধে অশ্লীল ভিডিও তৈরি এবং ওটিটি প্ল্যাটফর্মে তা প্রকাশ করার অভিযোগ দায়ের করা হয়।

জামিন পেলেন রাজ কুন্দ্রা
Aajtak Bangla
  • নয়াদিল্লি ,
  • 20 Sep 2021,
  • अपडेटेड 6:32 PM IST
  • পর্ন-কাণ্ডে জামিনে মুক্ত অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা
  • সোমবারই পর্নোগ্রাফি মামলায় জামিন মঞ্জুর
  • মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে ৫০ হাজার টাকার জামানতে জামিন দেওয়া হয়

পর্ন-কাণ্ডে (Porn Case) জামিনে মুক্ত অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা (Raj Kundra)। সোমবারই পর্নোগ্রাফি মামলায় জামিন পেয়েছেন রাজ। মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে ৫০ হাজার টাকার জামানতে জামিন দেওয়া হয়। রাজ কুন্দ্রার বিরুদ্ধে অশ্লীল ভিডিও তৈরি এবং ওটিটি প্ল্যাটফর্মে তা প্রকাশ করার অভিযোগ দায়ের করা হয়। গত ১৯ জুলাই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে। রাজ ছাড়াও পর্নোগ্রাফি মামলায় আরও অনেককে ইতিমধ্যে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

ফেব্রুয়ারি ২০২১-এ প্রথম মামলা

ফেব্রুয়ারি ২০২১-এ প্রথম এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। তারপর থেকেই তৎপর হয় পুলিশ। পর্ন-কাণ্ডের সূত্র খুঁজতে শুরু করে পুলিশ।

সামনে আসে রাজের হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট

পর্ন-কাণ্ডের ঘটনার তদন্তে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট সামনে আসে। রাজের এই গ্রুপের নাম ছিল H অ্যাকাউন্টস। গ্রুপের এডমিন ছিলেন রাজ কুন্দ্রা নিজেই। খবর অনুযায়ী, এই গ্রুপে মডেলদের পেমেন্ট, আয় ইত্যাদি আলোচনার মেসেজ পাওয়া যায়।

রাজের পর্ন-কাণ্ডে স্ত্রী শিল্প শেঠির মন্তব্য

পর্নোগ্রাফি মামলায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ অভিনেত্রী শিল্পা শেঠির বক্তব্যও রেকর্ড করে। শিল্পা শেঠি সেখানে জানান, আর্মসপ্রাইম মিডিয়া কোম্পানির কাজের কথা। তিনি তাঁর বয়ানে জানান, এই কোম্পানি শর্ট ভিডিও তৈরি করত। যেখানে অভিনেত্রীরা তাঁদের ইচ্ছা অনুযায়ী নিজেদের প্রকাশ করতেন। শিল্পের দাবি, নিজের কাজে ব্যস্ত থাকায় স্বামীকে কোনওদিন এবিষয়ে জিজ্ঞেস করেননি তিনি। না রাজ তাঁকে এ বিষয়ে তাঁকে কিছু জানান। "আমি এই বিষয়ে কিছু জানি না", বলে দাবি করেছিলেন শিল্পা।

রাজের বিরুদ্ধে শার্লিন চোপড়ার অভিযোগ

রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন শার্লিন চোপড়া। শার্লিনের দাবি, রাজ কুন্দ্রা তাঁকে অ্যাডাল্ট ছবির ব্যবসার দিকে ঠেলে দেন। রাজ তাঁকে এই ছবিতে কাজ করতে বলেছিলেন। প্রথমে একটি চরিত্রে অভিনয়ের কথা বলেন, তারপর পরবর্তীতে অ্যাডাল্ট ছবির করতে বলা হয় বলে দাবি করেন শার্লিন। রাজের হটশট অ্যাপের জন্য শ্যুটিং করতে হবে বলে অফার দিয়েছিলেন। তবে শার্লিন অস্বীকার করেছিলেন বলে জানান।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement