Advertisement

New Bengali Movie: বড়পর্দায় এবার 'নন্টে ফন্টে', সেলুলয়েড যখন টাইম মেশিন

New Bengali Movie: নারায়ণ দেবনাথ প্রয়াত হলেও তাঁর অমর সৃষ্টি নন্টে ফন্টে চিরকাল মানুষের মনে রয়ে গিয়েছে। ছোটবেলা থেকেই আমরা নন্টে-ফন্টে, কেল্টুদার সঙ্গে পরিচিত। নন্টে-ফন্টের দুষ্টুমি, কেল্টুদাকে ফাঁদে ফেলার নানান ফন্দি-ফিকির জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। নন্টে-ফন্টে ছাড়া ছোটোবেলা ছিল অসম্পূর্ণ।

নন্টে ফন্টে এবার বড়পর্দায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Apr 2023,
  • अपडेटेड 1:29 AM IST
  • নারায়ণ দেবনাথ প্রয়াত হলেও তাঁর অমর সৃষ্টি নন্টে ফন্টে চিরকাল মানুষের মনে রয়ে গিয়েছে।
  • ছোটবেলা থেকেই আমরা নন্টে-ফন্টে, কেল্টুদার সঙ্গে পরিচিত।
  • এবার সেই কালজয়ী চরিত্ররাই উঠে আসতে চলেছে বড় পর্দায়

নারায়ণ দেবনাথ প্রয়াত হলেও তাঁর অমর সৃষ্টি নন্টে ফন্টে চিরকাল মানুষের মনে রয়ে গিয়েছে। ছোটবেলা থেকেই আমরা নন্টে-ফন্টে, কেল্টুদার সঙ্গে পরিচিত। নন্টে-ফন্টের দুষ্টুমি, কেল্টুদাকে ফাঁদে ফেলার নানান ফন্দি-ফিকির জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। নন্টে-ফন্টে ছাড়া ছোটোবেলা ছিল অসম্পূর্ণ। এবার সেই কালজয়ী চরিত্ররাই উঠে আসতে চলেছে বড় পর্দায়। স্বর্গীয় নারায়ণ দেবনাথ এর অনুমোদিত 'নন্টে -  ফন্টে' নিয়ে তৈরি হয়েছে প্রথম ফিচার ফিল্ম। এবার সিনেমা হলে আসতে চলেছে নতুন এই বাংলা সিনেমা। 

নন্টে-ফন্টে, কেল্টু দা এবং হাতি স্যার মানেই নস্টালজিয়া। এবার অনির্বান চক্রবর্তীর হাত ধরে সেই নস্টালজিয়া আসতে চলেছে বড়পর্দায়। কমিক্স নিয়ে প্রথম ছবি উপহার পেতে চলেছেন দর্শকরা। পরান বন্দ্যোপাধ্যায়, অম্লান মজুমদার ছাড়াও অভিনয় করেছেন শুভাশিস মুখার্জী, সুমিত সমাদ্দার, বিশ্বজিৎ চক্রবর্তী, পার্থসারথি দেব, কাঞ্চনা মৈত্র সহ অন্যান্যরা। হিরাগঞ্জ আর মতিগঞ্জ কেঁপে ওঠে – নন্টে ফন্টের তান্ডবে। ১২ বছরের দুই পুঁচকের জ্বালায় জেরবার সবাই। তাঁদের জ্বালায় অতিষ্ট হয়ে হাতী স্যারের হোস্টেলে পাঠানোর সিদ্ধান্ত নেয় তাঁদের পরিবার। অগত্যা দুই পুঁচকে এসে ওঠে হোস্টেলে। ঠাঁই হয় একই ঘরে। শুরু হয় দুজনের লড়াই। কে বড়ো? নন্টে যেমন ফন্টেকে জব্দ করতে চায় , তেমনি ফন্টেও বুদ্ধি আঁটে কিভাবে নন্টেকে ঘায়েল করবে। এসব করতে গিয়েই তারা ধরে ফেলে চোর-কাঁকড়াকে। তারপর কি হয় তা জানা যাবে বড়পর্দাতেই। ছেলেবেলাকে বড়পর্দায় দেখতে উৎসাহী সকলেই।

আরও পড়ুন: Madhumita Sarcar: সমুদ্রতটে সাদা বিকিনিতে মধুমিতা, সঙ্গী কি নতুন প্রেমিক?

 

এই সিনেমার অভিনেতা ও স্ক্রিপ্ট লেখক অম্লান মজুমদার তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি বলেছেন, অনেক  অভিনয় ...অনেক চিএনাট্য লিখেছি। কিন্তু নন্টে ফন্টে আমার জীবনে এক অন্য অনুভূতি। নারায়ণ দেবনাথ নিজের হাতে আমায় আটশো কমিকস তুলে দিয়েছিলেন পড়ার জন্য। যদিও তার আগে আমি অনেকটাই পড়ে ফেলেছি, তবু তাঁর হাত থেকে পাওয়াটা আমার কাছে ভাগ্যের। কমিকস নিয়ে প্রথম ছবি। অভিনয় ও লেখা, দুভাবেই আমি যুক্ত। সব থেকে বড় পাওয়া শ্যুটিং লোকেশনে নারায়ণবাবু এসে কাগজ নিয়ে আঁকলেন নন্টে ফন্টে।

Advertisement

আরও পড়ুন: Koushani-Rwitobroto: প্রথমবার ঋতব্রত-কৌশানী একসঙ্গে, গল্প লিখবেন 'ডিয়ার ডায়েরি'-তে

করোনা আবহে বারংবার পিছিয়ে গিয়েছিল এই ছবির কাজ। এখন সম্পূর্ণ হয়েছে ছবির শ্যুটিং। নন্টে ফন্টের চরিত্রে দেখা যাবে সোহম রায় চৌধুরী এবং সোহম বসুকে। এই সিনেমার সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়। জালান ইন্টারন্যাশনাল ফিল্মসের ব্যানারে এই ছবিটি তৈরি হয়েছে। আগামী মে মাসের মাঝামাঝি কোনও সময়ে এই সিনেমাটি মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement