বাংলা টেলিভিশনের টিআরপিতে শীর্ষস্থান জায়গা করে নিয়েছে নিম ফুলের মধু। বাংলা সিরিয়ালে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল নিম ফুলের মধু। প্রথম থেকেই এই মেগা দর্শকদের নজর কেড়েছে। এবার এখানেই গল্পে আসতে চলেছে এক বড়সড় মোড়। আর সেই প্রোমো সামনে আসতেই দর্শকরা অবাক। চ্যানেলের তরফ থেকে নিম ফুলের মধুর নতুন প্রোমো সামনে আসতেই দর্শকদের প্রশংসা মিলেছে।
কয়েক মিনিটের সেই প্রোমেতে পর্ণা তথা পল্লবী শর্মাকে দেখা গিয়েছে ভুল ভুলাইয়া-এর জনপ্রিয় চরিত্র মঞ্জুলিকার অবতারে। প্রোমোতে দেখা গিয়েছে, সুইটি বারান্দা দিয়ে কারোর নামে কিছু বলতে বলতে আসছেন। হঠাৎই বাডির সব আলো কখনও বন্ধ আবার কখনও জ্বলে ওঠে। ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়। এররই প্রবেশ হয় মঞ্জুলিকার। ভুল ভুলাইয়ার মতোই মঞ্জুলিকার সাজে দেখা যায় পর্ণাকে। হলুদ শাড়ি, অগোছলো করে বেণী বাধা, গা ভর্তি গয়না। এগিয়ে আসতে থাকে সুইটির দিকে। আর সুইটি পর্ণাকে দেখে ভয়ে বলে ওঠেন ও মাগো। তবে পর্ণা মঞ্জুলিকা হয়ে যে কোনও রহস্য ফাঁস করবেন তা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে নিম ফুলের মধু সিরিয়ালের দিকে।
এক সে বড়কর এক এপিসোড নিয়ে হাজির হয় নিম ফুলের মধু সিরিয়াল। কখনও পর্ণার স্মৃতি হারিয়ে যাওয়া আবার কখনও বা কূটকচালি শাশুড়িকে জব্দ করা, সবকিছুতেই দারুণভাবে এগিয়ে নিম ফুলের মধু। বিয়ের পর উত্তর কলকাতার শ্বশুরবাড়িতে পর্ণার যৌথ পরিবারে এসে সেখানে মানিয়ে নেওয়া, সৃজনের সঙ্গে ভালোবাসা, শাশুড়ি কৃষ্ণা দত্তের সঙ্গে প্রত্যেকদিনের অশান্তি, সবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিরিয়ালে। শুধু তাই নয়, সামাজিক অনেক মিথ নিয়েও এই সিরিয়ালেও অনেক এপিসোড দেখানো হয়েছে।
মাঝে মাঝেই টিআরপি তালিকায় শীর্ষে থাকে এই ধারাবাহিকে। নতুবা সেরা পাঁচে থাকেই এই মেগা। সন্ধ্যে হতেই দর্শকদের অপেক্ষা থাকে কখন এই সিরিয়াল দেখানো হবে। পর্ণা তথা পল্লবী শর্মার বিপরীতে দেখা যাচ্ছে রুবেল দাসকে। আর শাশুড়ির চরিত্রে অনবদ্য অরিজিতা মুখোপাধ্যায়। দু বছরের মাথাতেই এই সিরিয়াল দর্শকদের মন জয় করে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই সিরিয়ালের একাধিক ক্লিপিংস।
ধারাবাহিকের নতুন ক্লিপিংস সামনে আসতেই তা দর্শকদের দারুণ পছন্দ হয়েছে। অনেকে লিখেছেন, নিম ফুলের মধুর রাইটারদের হাতে জাদু আছে, গল্পগুলো এত ইন্টারেস্টিং আর ইউনিক। অনেকে আবার লিখেছেন, কী সুন্দর মজার প্রোমো। সব মিলিয়ে যে এই সিরিয়ালের এই পর্বটি দেখার অপেক্ষায় দর্শকেরা বোঝাই যাচ্ছে। নিম ফুলের মধু প্রতিদিন রাত ৮টার সময় সম্প্রচার হয়।