বৃহস্পতিবার মা হয়েছেন টলি তারকা-সাংসদ নুসরত জাহান। কিন্তু, ঠিক কয়েক ঘণ্টা আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করলেন নুসরতের প্রাক্তন 'লিভ ইন পার্টনার' নিখিল।
আর সেই পোস্ট বেশ ইঙ্গিতবাহী বলেই মত নেটিজেনদের। কী পোস্ট করেছেন ওই ব্যবসায়ী? নেটিজেনদের মতে, নিখিল নুসরতকে সরাসরি কিছু বলেননি। কিছু আকারে ইঙ্গিতে অনেককিছুই বুঝিয়ে দিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে নিখিলকে জিমের পোশাকে দাঁড়িয়ে রয়েছেন। ছবির সঙ্গে একটি গানও যোগ করেছেন তিনি। গানটির অর্থ হল, তুমিই আমার সব।
এখানেই না থেমে নিখিল আরও একটি পোস্ট করেছেন নিখিল। সেই পোস্টে আবার লিখেছেন, নিজেই নিজের 'ত্রাতা হয়ে ওঠো।' নেটিজেনরা নিখিলের এই বক্তব্যের দুটো অর্থ করেছেন। কারও মতে, এই কথা বলে নিখিল বুঝিয়ে দিয়েছেন যে, তিনি ঘুরে দাঁড়াচ্ছেন। আর একটি হল, নিখিল আসলে নুসরতকেই আক্রমণ করেছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার মা হয়েছেন অভিনেত্রী - সাংসদ নুসরত জাহান। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বুধবার রাতেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিত্সকরা জানিয়েছেন, মা ও ছেলে একদম সুস্থ আছে।