Advertisement

১০০-র বেশি পর্ন ছবি বানিয়েছে রাজ কুন্দ্রা! দাবি পুলিশের

মুম্বই পুলিশ (Mumbai Police) ইতিমধ্যে সেই সার্ভার আর যন্ত্র বাজেয়াপ্ত করেছে, যেগুলিতে ওই ডেটা রাখা ছিল। এর পাশাপাশি পুলিশের দাবি, ২০১৯ সালের আগস্ট মাস থেকে অভিনেত্রী শিল্পা শেঠি (Shilpa Shetty)-র স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) পর্ন ছবি বানানো শুরু করে।

রাজ কুন্দ্রা
Aajtak Bangla
  • মুম্বই,
  • 23 Jul 2021,
  • अपडेटेड 10:32 AM IST
  • ১০০-র বেশি পর্ন ছবি বানিয়েছে রাজ কুন্দ্রা
  • গত দেড় বছরে এই কাজ করেছে সে
  • মুম্বই পুলিশ এমনই দাবি করেছে

১০০-র বেশি পর্ন ছবি বানিয়েছে রাজ কুন্দ্রা (Raj Kundra)। গত দেড় বছরে এই কাজ করেছে সে। মুম্বই পুলিশ (Mumbai Police) এমনই দাবি করেছে। পুলিশ অভিযোগ করেছে, তদন্ত সহযোগিতা মিলছে না তার কাছ থেকে।

তদন্তকারীরা জানাচ্ছেন, প্রচুর ডেটা নষ্ট করে দেওয়া হয়েছে। সেগুলি ফিরে পেতে সময় লাগবে। তারা জানাচ্ছে, তদন্তের কাজে নেমে প্রচুর ডেটা উদ্ধার হয়েছে। মুম্বইয়ের পশ্চিম অন্ধেরির অফিস থেকে সেগুলি পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: মালকোঁচা মেরে কী করে পরতে হয় ধুতি? শেখাবেন মদন মিত্র

মুম্বই পুলিশ (Mumbai Police) ইতিমধ্যে সেই সার্ভার আর যন্ত্র বাজেয়াপ্ত করেছে, যেগুলিতে ওই ডেটা রাখা ছিল। এর পাশাপাশি পুলিশের দাবি, ২০১৯ সালের আগস্ট মাস থেকে অভিনেত্রী শিল্পা শেঠি (Shilpa Shetty)-র স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) পর্ন ছবি বানানো শুরু করে।

আর সেই কাজ করে কোটি কোটি টাকা উপার্জন করেছে। পুলিশ জানাচ্ছে, তার একটি অ্যাপ রয়েছে। তার নাম হটশটস (HotShots)। সেখানে টাকা দিয়ে লোকজন সদস্য হন। প্রায় ২০ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। টাকা দিয়ে তারা পর্ন ছবি দেখেন।

কেন অ্যাপ তৈরি করা হয়েছিল, তা-ও জানাচ্ছে পুলিশ। তাদের ব্যাখ্য়া, রাজ কুন্দ্রা (Raj Kundra) মোবাইল অ্যাপ তৈরি করেছিল। কারণ ওয়েবসাইটের তুলনায় সেখান থেকে পর্ন ছবি সহজে আপলোড করা যায়।

তদন্তের কাজে রাজ কুন্দ্রা সহযোগিতা করছে না বলে দাবি করেছে পুলিশ। তাদের দাবি, সে প্রশ্নের উত্তর দিচ্ছে না। আর তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে। সে পাল্টা দাবি করেছে, কখনই সে পর্ন ছবি তৈরি করেনি। তবে তদন্তকারীরা জানাচ্ছে, তাদের কাছে যথেষ্ট তথ্য রয়েছে।

তদন্তে জানা গিয়েছে, রাজ কুন্দ্রা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন যেখানে পর্ন ফিল্ম সংক্রান্ত ব্যবসা নিয়ে তথ্য আদানপ্রদান করা হত। গ্রুপে রাজ কুন্দ্রা (Raj Kundra) ছাড়াও আরও ৪ জন সামিল রয়েছেন।

Advertisement

এই গ্রুপের একটি চ্যাট প্রকাশ্যে এসেছে যেখানে রাজ (Raj Kundra)-কে ব্যবসার সেল্স, মার্কেটিং, মডেলদের পেমেন্ট ইত্যাদি নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে। কী ভাবে আয় বাড়ানো যায়, মডেলদের টাকা কী ভাবে মেটানো হবে ইত্যাদি নিয়ে আলোচনা করা হত গ্রুপে।

ওই মামলায় রাজ কুন্দ্রা (Raj Kundra)-সহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Mumbai Police Crime Branch)। এরা হলেন, ইয়াসমিন খান, প্রতিভা নলাবড়ে, মোনু জোশি, ভানু সূর্যম ঠাকুর, মহম্মদ সইফি, বন্দনা তিওয়ারি, উমেশ কামত, দীপঙ্কর খাসনবিশ, তনবীর হাশমি এবং রায়ান জন থোরপে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement