Agenda Aajtak 2022- Rishab Shetty: সাম্প্রতিক অতীতে অনেক বড় বাজেটের ছবি বক্স অফিসে (Box Office) ভাল ব্যবসা করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে একাধিক ছবি বিপুল লক্ষ্মীলাভ করেছে, যার বাজেট ছিল খুবই কম। চলতি বছরের আলোচিত ছবি 'কান্তারা' (Kantara)। এই কন্নড় ছবি (Kannada Film) প্রথমে কর্ণাটকে প্রচুর উপার্জন করে। এরপর হিন্দি ও অন্যান্য ভাষায় মুক্তি পায় ছবির ডাব করা ভার্সন (Kantara Dubbed Version)।
দেশজুড়ে 'কান্তারা' ঝোড়ো ব্যাটিং করেছে। শোনা যায় ছবিটির বাজেট প্রায় ১৬ কোটি টাকা। এদিকে রিপোর্ট অনুযায়ী, ভারতে মোট ৩০০ কোটিরও বেশি এবং বিশ্বব্যাপী ৪০০ কোটির বেশি টাকা সংগ্রহ করেছে এই ছবি। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে 'কান্তারা' অন্যতম।
শনিবার এজেন্ডা আজতক ২০২২-এর মঞ্চে উপস্থিত ছিলেন 'কান্তারা'-র লেখক, অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠি (Rishab Shetty)। এই ছবি ও কন্নড় সংস্কৃতি নিয়ে আলোচনা করলেন তিনি। এর পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রির সঙ্গে বলিউডের তুলনা নিয়েও খোলামেলা আড্ডা দিলেন অভিনেতা- পরিচালক।
এদিন ঋষভ বলেন, 'কান্তারা' আসলে কন্নড় দর্শকদের কথা ভেবেই তৈরি করা হয়েছে। কন্নড় চলচ্চিত্র অনুসারে, এর বাজেটকে ছোট বলা যায় না বরং বেশ বড়। প্রযোজক, হিন্দি এবং অন্যান্য ভাষায় ডাব করে ছবি মুক্তির পরামর্শ দেন। তখন ঋষভ অনুভব করেন যে, তাঁর প্রথম ছবি প্যান ইন্ডিয়ায় মুক্তি পেতে চলেছে , তাও এত কম বাজেটে।
তাহলে কি ঋষভ 'কান্তারা'-র পর বিগ বাজেটের প্যান ইন্ডিয়া ছবি তৈরি করা শুরু করবেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "ছবির গল্পের উপর নির্ভর করে বাজেট রাখা জরুরি। যদি আমি আপনার ক্লোজআপ চাই, আমি হেলিকপ্টার করে তা করব না। গল্প অনুযায়ী বাজেট হতে হবে।"
হিন্দি বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রি প্রসঙ্গে তিনি বলেন, "এখন বলিউড সফল কাজ করছে না ঠিকই। কিন্তু এতদিন তো ছিল। সব ইন্ডাস্ট্রিতেই উত্থান -পতন হয়। কন্নড় ইন্ডাস্ট্রিতেও প্রতি বছর ৩০০- ৪০০ ছবি মুক্তি পায়। কিন্তু সবই সফল হয় না। হলিউডের ক্ষেত্রেও গুটি কয়েক সফল ছবির নাম জানতে পারি আমরা। হিন্দি বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রি বিষয়টা একেবারে হওয়া উচিত না।"
পরিচালক ঋষভ বলেন যে, তিনি একজন সংগ্রামী অভিনেতা হওয়ার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। কিন্তু চাকরি না পাওয়ায় তিনি সহকারী পরিচালকসহ অন্য সব বিভাগে কাজ শুরু করেন। চলচ্চিত্র নির্দেশনা বিষয়টা বোঝার পরে, তিনি ছবি নির্মাণের বিষয়টি উপভোগ করতে শুরু করেন এবং তখন সিদ্ধান্ত নেন যে তাঁর গ্রামের এবং সংস্কৃতির নানা গল্প পর্দায় তুলে ধরবেন। পরবর্তীতে পরিচালনার পাশাপাশি অভিনয়েরও সুযোগ পেতে থাকেন 'কান্তারা' অভিনেতা। তবে এত সফল হয়েও বি-টাউনে কাজ করতে চান না ঋষভ শেঠি। তাঁর কথায়, "কন্নড় ইন্ডাস্ট্রির জন্য এই জায়গায় পৌঁছেছি, হিন্দিতে এখনই কাজ করতে চাই না। যা করব, আমার ইন্ডাস্ট্রির জন্যই করব।"