Advertisement

RRR: হাওড়া ব্রিজের সামনে 'RRR' ছবির প্রচারে রাজামৌলি, রাম চরণ, জুনিয়র এনটিআর

RRR Promotions in Kolkata: মুক্তির আগেই, ছবির প্রচারের জন্য ভারত জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে টিম 'আরআরআর'। শেষ পর্যায়ের প্রচারে কলকাতায় এসেছিলেন এসএস রাজামৌলি, রাম চরণ এবং জুনিয়র এনটিআর।

কলকাতায় 'RRR' ছবির প্রচারে রাজামৌলি, রাম চরণ, জুনিয়র এনটিআর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Mar 2022,
  • अपडेटेड 5:24 PM IST
  • কলকাতায় হাজির টিম 'RRR'।
  • হাওড়া ব্রিজের সামনে ছবির প্রচার রাজামৌলি, রাম চরণ, জুনিয়র এনটিআরকে।
  • আগামী ২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।  

'সিটি অফ জয়'-তে হাজির টিম 'আরআরআর' (RRR)। অমৃতসর এবং জয়পুরে ছবির পর, শেষ পর্যায়ের প্রচারে কলকাতায় (Kolkata Promotions) এসেছিলেন এসএস রাজামৌলি (SS Rajamouli), রাম চরণ (Ram Charan) এবং জুনিয়র এনটিআর (Jr NTR)। পিছনে দৃশ্যমান হাওড়া ব্রিজ (Howrah Bridge)। ফেয়ারলি প্লেসের ছোটে লাল ঘাটে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের পাশাপাশি পাপারাৎজিদের জন্য পোজও দেন ত্রয়ী। ছবির জনপ্রিয় পোজে লেন্সবন্দী হলেন জুনিয়র এনটিআর এবং রাম চরণ। 

মুক্তির আগেই, ছবির প্রচারের জন্য ভারত জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে টিম 'আরআরআর'। নয়াদিল্লিতে একটি জমকালো অনুষ্ঠানের পর, অমৃতসরের স্বর্ণ মন্দির পরিদর্শন করেন 'আরআরআর' ছবির টিম। রাজধানীর অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড অভিনেতা আমির খানও। এমনকী তাঁদের প্রচারের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: "তোমায় দেখে লাজুক মনে হয়, তুমি তো একেবারেই ..." শ্রাবন্তীকে কেন বললেন সৌরভ?

২২ মার্চ, তিলোত্তমায় এসে প্রচারের মুহূর্ত ইতিমধ্যে শেয়ার করা হয়েছে 'আরআরআর'-র অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে। ক্যাপশনে লেখা রয়েছে, "টিম  'আরআরআর' হাওড়া ব্রিজের সামনে কলকাতার গণমাধ্যমের সঙ্গে কথা বলছে।" তবে শুধু সংবাদমাধ্যম নয়, এদিন প্রিয় দক্ষিণী তারকাদের দেখতে হাজির হয়েছিলেন অসংখ্য ভক্তকূল। 

 

আরও পড়ুন: টিনটিন -রোহিণীর মিষ্টি প্রেমের গল্প! 'কিশমিশ'-র মানে খুঁজে পাবে জুটি?

কলকাতার বুকে দাঁড়িয়ে পরিচালক রাজামৌলির মুখে শোনা গেল নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। আসলে এই ছবিতে রাম চরণ এবং জুনিয়র এনটিআর দুই দেশপ্রেমীর চরিত্রে অভিনয় করছেন। আর আজ থেকে বহু বছর আগে তাঁদের কুর্নিশ জানিয়েছিলেন খোদ নেতাজি।  

 

আরও পড়ুন: সেরার সেরা শুচিস্মিতা! শেষ হল 'সুপার সিঙ্গার' সিজন ৩- র জার্নি

Advertisement

প্রসঙ্গত, এসএস রাজামৌলি পরিচালিত এবং ডিভিভি দানাইয়া (DVV Danayya) প্রযোজিত, 'আরআরআর' একটি কাল্পনিক গল্প যা তেলেগু মুক্তিযোদ্ধা, আলুরি সীতারামা রাজু (Alluri Seetharama Raju) এবং কোমারাম ভীমের (Komaram Bheem) জীবনের উপর ভিত্তি করে তৈরি। রাম চরণ এবং জুনিয়র এনটিআর এই যুদ্ধ ড্রামাতে (War Drama) মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে আলিয়া ভাট, অজয় দেবগন, সামুথিরাকানি, রে স্টিভেনসন, অলিভিয়া মরিস এবং অ্যালিসন ডুডি। প্রায় ৪০০ কোটি বাজেটে তৈরি এই বহু প্রতীক্ষিত ছবি, আগামী ২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।  

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement