Advertisement

এই প্রথম মহাকাশে হতে চলেছে কোনও সিনেমার শ্যুটিং!

যানটিকে নিয়ে মহাকাশে যাবেন, মহাকাশচারী অ্যান্টন স্কাপলেরভ। সঙ্গে থাকবেন ছবির পরিচালক ক্লিম শিপেঙ্কো এবং অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড। ছবির একটি অংশের শ্যুটিং-এর জন্য ১২ দিন ওই মহাকাশযানটিতে থাকবেন পরিচালক ও অভিনেত্রী। ছবির নাম 'দ্য চ্যালেঞ্জ'। ইন্টারন্যাশানাল স্পেস স্টেশনে (ISS) ছবির ৩৫-৪০ মিনিটের একটি দৃশ্য শ্যুট করা হবে বলে জানা যাচ্ছে। 

ছবি সূত্র-রসকসমস
Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 Oct 2021,
  • अपडेटेड 1:45 PM IST
  • মহাকাশে হবে ছবির শ্যুটিং
  • শ্যুট হবে ৩৫-৪০ মিনিটের দৃশ্য
  • ১২ দিন মহাকাশযানে থাকবেন পরিচালক ও অভিনেত্রী

নিজের দুঃসাহসিক সব স্টান্টের মাধ্যমে বরাবরই ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন টম ক্রুজ। কখনও তাঁকে বিমানের পাশে ঝুলতে দেখা গিয়েছে, তো কখনও আবার বুর্জ খলিফায় চড়তে দেখা গিয়েছে। কখনও আবার দ্রুত গতিতে যুদ্ধ বিমানও উড়িয়েছেন তিনি। তবে একটি রাশিয়ান ছবির কলাকুশলীরা যা করতে চলেছেন তা জেনে হয়তো চমকে যাবেন টম ক্রুজও। প্রথমবরের জন্য মহাকাশে ছবির শ্যুটিং করতে চলেছেন রাশিয়ান ডিরেক্টর ও অভিনেত্রী। 

আজ মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ২টো ২৫ মিনিটে ওই ছবির শ্যুটিং-এর জন্য সোয়ুগ মহাকাশযানে এক মহাকাশচারী, এক চিত্র পরিচালক ও এক অভিনেত্রীকে মহাকাশে পাঠাচ্ছে রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমস (Roscosmos)। 

ছবি সূত্র-রসকসমস

যানটিকে নিয়ে মহাকাশে যাবেন, মহাকাশচারী অ্যান্টন স্কাপলেরভ। সঙ্গে থাকবেন ছবির পরিচালক ক্লিম শিপেঙ্কো এবং অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড। ছবির একটি অংশের শ্যুটিং-এর জন্য ১২ দিন ওই মহাকাশযানটিতে থাকবেন পরিচালক ও অভিনেত্রী। ছবির নাম 'দ্য চ্যালেঞ্জ'। ইন্টারন্যাশানাল স্পেস স্টেশনে (ISS) ছবির ৩৫-৪০ মিনিটের একটি দৃশ্য শ্যুট করা হবে বলে জানা যাচ্ছে। 

অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ডের এর আগে বিমান বা মহাকাশযান চালনা সংক্রান্ত কোনওরকম ব্যাকগ্রাউন্ড না থাকলেও অডিশনে পাশ করার পর স্পেস এজেন্সির থেকে এই বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। অভিনেত্রী জানাচ্ছেন, প্রথম ২ সেকেন্ড ভয়ের, তারপর এটি খুবই সুন্দর। ছবিতে একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন তিনি। 

ছবি সূত্র-রসকসমস

এই বিষয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, মহাকাশে শ্যুটিং-এর ক্ষেত্রে কিছু অসুবিধারও সম্মুখীন হতে হবে অভিনেত্রীকে। যেমন, তাঁকে নিজের মেক-আফ নিজেকেই করতে হবে। তাছাড়া লাইট ও সাউন্ডের কোনও কর্মীও থাকবেন না। এক্ষেত্রে ছবির পরিচালক ক্লিম শিপেঙ্কো জানাচ্ছেন, তাঁর প্রধান উদ্দেশ্য হল একজন সাধারণ মানুষের চোখ দিয়ে মহাকাশের অনুভূতিকে জীবন্ত করে তোলা। ইউলিয়া ছাড়াও মহাকাশচারী ওলেগ নোভিটস্কি এবং পিয়োটর দুব্রোভও ছবিতে অভিনয় করছেন বলে জানা যাচ্ছে। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement