Sherdil The Pilibhit Saga trailer: অবশেষে মুক্তি পেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'শেরদিল: দ্য পিলিভিট সাগা'-র ট্রেলার। এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন পঙ্কজ ত্রিপাঠি। এছাড়াও, প্রধান চরিত্রে অভিনয় করেছেন নীরজ কবি এবং সায়নী গুপ্তা। সত্য ঘটনার ওপর অবলম্বন করে তৈরি হয়েছে এই ছবিটি। আগামী ২৪ জুন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
'শেরদিল'-এর নজরকাড়া ট্রেলার
মুখ্য ভূমিকায় পঙ্কজ ত্রিপাঠীকে দেখা যাবে গঙ্গারামের চরিত্রে। 'শেরদিল'-এর ট্রেলারে প্রত্যেকের অভিনয় রীতিমতো নজর কেড়েছে। কমেডি, আবেগের পাশাপাশি একজন সাধারণ মানুষের সাহসিকতার গল্প মুগ্ধ করবে। ২ মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলারে ছবির সব ক'টি চরিত্রের পরিষ্কার ধারণা মিলেছে।
উত্তরপ্রদেশ-নেপাল বর্ডারের কুখ্যাত টাইগার রিজার্ভ পিলভিটের পাশের গ্রামের বাসিন্দা গঙ্গারাম। সেই গ্রামেই বাঘের দাপটে ক্ষেতের জমি নষ্ট হওয়া থেকে মৃত্যু আতঙ্ক গ্রামবাসীদের তাড়া করে বেড়াত। বাঘের আক্রমণের শিকার পরিবারকে সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া সরকারি প্রকল্পের অর্থ থেকে বঞ্চিত ছিল গ্রামবাসীরা। এই সমস্যা থেকে সমাধানে মাঠে নামেন গঙ্গারাম। এখানেই উঠে এসেছে তাঁর সাহসিকতার কাহিনী। চোরাশিকারীর ভূমিকায় দেখা যাচ্ছে নীরজ কবিকে। গঙ্গারামের স্ত্রীয়ের ভূমিকায় রয়েছেন সায়নী গুপ্তা।
প্রসঙ্গত, সদ্য প্রয়াত গায়ক কেকে সৃজিতের এই 'শেরদিল' ছবিতে গান গেয়েছিলেন। কিছুদিন আগেই সৃজিত মুখোপাধ্যায় জানান তাঁর 'শেরদিল' ছবির একটি গান লিখেছেন কিংবদন্তী গীতিকার গুলজার (Gulzar)। ছবিগুলি নিজের পেজে শেয়ার করেছিলেন কেকে নিজেও। তিনি ক্যাপশনে লেখেন, "গতকাল দারুণ সময় কাটালাম!! আমার পুরনো বন্ধু শান্তনু মৈত্রর (Shantanu Maitra) জন্য একটি সুন্দর গান গেয়েছি (আগে আমরা একসঙ্গে মিউজিক করেছি,দিল্লিতে) গানটি লিখেছেন আরেক পুরনো বন্ধু, গুলজার সাহাব। একজন নতুন বন্ধু সৃজিত মুখোপাধ্যায়ের 'শেরদিল' ছবি জন্য।" আমার প্রতি বিশ্বাসের রাখার জন্য অনেক ধন্যবাদ। গানটা ভালোবাসে ফেলেছি...।"
'শেরদিল: দ্য পিলিভিট সাগা' নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় যা জানান
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি নিয়ে তিনি বলেন, “শেরদিল: দ্য পিলিভিট সাগা তাঁর একটি স্বপ্নের প্রকল্প। ২০১৭ সালে বাস্তব ঘটনাগুলি পড়ার পরে, এই গল্পটি লিখেছিলাম। কয়েক বছর ধরেই এই গল্পটি নিয়ে ছবি করতে চেয়েছিলাম। অবশেষে ৫ বছর পর স্বপ্ন সত্যি হল। আমরা বড় পর্দায় গঙ্গারামের গল্প নিয়ে আসছি”।
'শেরদিল: দ্য পিলিভিট সাগা' উপস্থাপিত করছে গুলশান কুমার, টি-সিরিজ ফিল্ম এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, ভূষণ কুমার। প্রযোজনায় রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং ম্যাচ কাট প্রোডাকশন প্রাইভেট লিমিটেড। এখন অপেক্ষা বড় পর্দায় মুক্তির।