Advertisement

Shyam Benegal passes away: প্রয়াত বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগল, বয়স হয়েছিল ৯০

Shyam Benegal passes away: বছর শেষে ফের দুঃসংবাদ। প্রয়াত বলিউডের কিংবদন্তী পরিচালক শ্যাম বেনেগল। দীর্ঘদিন ধরে পরিচালক বয়সজনিত রোগে ভুগছিলেন। পরিচালকের মেয়ে পিয়া বেনেগল তাঁর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

প্রয়াত শ্যাম বেনেগল
Aajtak Bangla
  • মুম্বই,
  • 23 Dec 2024,
  • अपडेटेड 8:10 PM IST
  • প্রয়াত বলিউডের কিংবদন্তী পরিচালক শ্যাম বেনেগল।

বছর শেষে ফের দুঃসংবাদ। প্রয়াত বলিউডের কিংবদন্তী পরিচালক শ্যাম বেনেগল। দীর্ঘদিন ধরে পরিচালক বয়সজনিত রোগে ভুগছিলেন। পরিচালকের মেয়ে পিয়া বেনেগল তাঁর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন। সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মৃত্যু হয়েছে তাঁর। প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর ৯০ বছর বয়সে পদার্পণ করেন পরিচালক।  

জানা গিয়েছে, মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে সোমবার সন্ধ্যেতে মারা যান পরিচালক। তিনি কিডনির অসুখে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তাঁর করা শেষ ছবি মুজিব দ্য মেকিং অফ অ্যা নেশন। ১৯৭০ থেকে ১৯৮০ দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। ‘মন্থন’, ‘অংকুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’ সহ বহু সিনেমা পরিচালনা করেছেন তিনি। ১৯৭৬ সালে তাঁকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছিল।  

৯০ বছর বয়সে পদার্পণ করলেও তিনি নিজের কাজ নিয়ে সদা ব্যস্ত থাকতে ভালোবাসতেন। গত বছর ‘মুজিব: দ্যা মেকিং অফ নেশন’ নামক একটি সিনেমা পরিচালনা করেছিলেন তিনি যে সিনেমায় ভারত এবং বাংলাদেশের একাধিক নামিদামি অভিনেতারা অভিনয় করেছিলেন। রাজ কাপুর এবং তাঁর একই দিনে জন্মদিন। এই বছর ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের ক্লাসিক বিভাগে প্রদর্শিত হয় শ্যাম বেনেগাল পরিচালিত ছবি ‘মন্থন’-এর ‘রেস্টোর্ড’ সংস্করণ। ৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছিলেন স্মিতা পাতিল, নাসিরুদ্দিন শাহ ও গিরিশ কারনাড। এই ছবিটি দর্শকদের আর্থিক সহযোগিতায় তৈরি হয়েছিল। এই সিনেমা ডেয়ারি আন্দোলনের ওপর তৈরি করেছিলেন পরিচালক। প্রসঙ্গত, শ্যাম বেনেগলের ছবির সবচেয়ে বড় পরিচয় হল তিনি সাধারণ মানুষের জীবনের সমস্যাগুলোকে তুলে ধরতেন।  
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement