সানি লিওনেকে পারফর্ম করতে দিল না কেরল বিশ্ববিদ্যালয়। ৫ জুলাই সানি লিওনের পারফর্ম করার কথা ছিল তিরুবন্তপুরমের ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে। সেই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে মনোরমা সূত্রে।
কেন বাতিল হল অনুষ্ঠান?
গোটা বিশ্বের মতোই, কেরলেও দারুণ জনপ্রিয় সানি। এর আগে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত কেরলের পাশে দাড়িয়েছেন সানি। তবে এবার তাঁকেই পারফর্ম করতে দেওয়া হল না। কেন এমনটা হল? শোনা যাচ্ছে, গত বছর নভেম্বর মাসে কেরলের এরনাকুলাম জেলায় পারফর্ম করতে এসেছিলেন বলিউডের তারকা। সেই ঘটনায় চার ছাত্র মারা যান, পদপৃষ্ঠ হয়ে আহত হন ৬০ জন পড়ুয়া। সেই ঘটনা ঘটার পর থেকেই সতর্ক কেরলের বিশ্ববিদ্যালয়। সেই কারণেই তাঁকে পারফর্ম করতে দেওয়া হচ্ছে না এবার।
তাঁর গান শুনতে গিয়েই বেপরোয়া ভিড়ের সৃষ্টি হয়। আয়োজকদের দুর্বল ব্যবস্থাপনার জন্যে ব্যারিকেড ভেঙে অনেকেই কনসার্টে ঢুকে পড়ে। ফলে প্রয়োজনের অতিরিক্ত ভিড় জন্মায় এবং পদদলিত হয়ে ভয়াবহ কান্ড ঘটে যায়। তাই এ বছর কনসার্টের অনুমতি দেওয়া হল না, কেরল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা। একটি প্রতিবেদন অনুসারে, 'কেরল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ডঃ মোহনন কুন্নুম্মল, লিওনের পারফরম্যান্স প্রোগ্রামের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি তা নিশ্চিত করার জন্য রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তটি গত বছরের নভেম্বরে ওই মর্মান্তিক ঘটনার পরে নেওয়া হয়েছে।' ঘটনার পর, কেরল হাইকোর্ট বলেছে যে, আয়োজকদের দুর্বল আয়োজনের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছিল। এরপরেই কেরল রাজ্য সরকার ক্যাম্পাসে বহিরাগত ডিজে পার্টি এবং মিউজিক নাইট নিষিদ্ধ করেছে। উপাচার্য আরও জোর দিয়ে বলেছেন যে, এমন আদেশ সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়াই নাচের অনুষ্ঠানের আয়োজন চেষ্টা করেছিলেন।
বলিউডের পর, এবার মালায়ালাম ছবিতে কাজ করছেন সানি। ছবির মহরতের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সানি। এর আগে কেরলের বন্যা দুর্গতদের জন্য সাহায্য করেছেন সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবর।