Advertisement

এবার হিন্দি শর্ট ফিল্মে স্বস্তিকা! শিলাদিত্য মৌলিকের 'স্বাদ অনুসার'-এ দেখা যাবে তাঁকে

'ভরম'-র (Bharam) সাফল্যের পর ফের পরিচালনায় শিলাদিত্য মৌলিক (Shieladitya Moulik)। ছবির নাম 'স্বাদ অনুসার' (Swad Anusar)। ইতিমধ্যে সামনে এসেছে তার পোস্টার। এই হিন্দি শর্ট ফিল্মে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), কান সিং সোধা (Kan Singh Sodha),অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukherjee) ও শোয়েব কবীর (Soyeb Kabir)।

আসছে হিন্দি শর্ট ফিল্ম 'স্বাদ অনুসার'আসছে হিন্দি শর্ট ফিল্ম 'স্বাদ অনুসার'
সৌমিতা চৌধুরী
  • কলকাতা,
  • 21 Jan 2021,
  • अपडेटेड 7:19 PM IST
  • আসছে শিলাদিত্য মৌলিকের হিন্দি শর্ট ফিল্ম।
  • ছবির নাম 'স্বাদ অনুসার'।
  • ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।

'ভরম'-র (Bharam) সাফল্যের পর ফের পরিচালনায় শিলাদিত্য মৌলিক (Shieladitya Moulik)। ছবির নাম 'স্বাদ অনুসার' (Swad Anusar)। ইতিমধ্যে সামনে এসেছে তার পোস্টার। এই হিন্দি শর্ট ফিল্মে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), কান সিং সোধা (Kan Singh Sodha),অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukherjee) ও শোয়েব কবীর (Soyeb Kabir)। 

একেবারে নতুন ফ্লেভারের এক থ্রিলার দর্শকদের উপহার দিতে চলেছেন শিলাদিত্য। ছবিতে স্বস্তিকার চরিত্রের নাম মমতা। মানসী চরিত্রে অনুরাধা, নীরজ চরিত্রে কবীর এবং শ্রীকান্তের চরিত্রের কান সিং সোধাকে দেখা যাবে। 

আজতক বাংলারকে শিলাদিত্য মৌলিক জানালেন,  "এটি একটি শর্ট ফিল্ম। গল্পে একটা ট্যুইস্ট রয়েছে। একজন ধনী ব্যবসায়ীকে এক জলাশয়ে মেরে ফেলা হয়েছিল। তাঁর গায়ে বিভিন্ন জায়গায় রয়েছে ক্ষত, জামায় রক্তের দাগ। রাতভর বাইরে থেকে সকালবেলা তিনি যখন বাড়িতে এসে সকলকে তাঁর মৃত্যুর কথা বলেন, তখন বাড়ির লোক সে কথা বিশ্বাসই করতে চান না। এমনকি তাঁর আঘাত চিহ্ন, জামায় রক্তের দাগ সবই কোথায় যেন মিলিয়ে গেছে। স্ত্রী, শ্যালিকা এবং তাঁর বয়ফ্রেন্ডকে বারবার একই কাহিনী বলেও তাঁরা কিছুতেই মানতে নারাজ। শেষে তাঁর মনে এক সন্দেহের দানা বাঁধে। তাহলে কি তাঁর মৃত্যুর পেছনে রয়েছেন তাঁরই বাড়ির লোক? এভাবে ছবির গল্প এগোয়..." 

আরও পড়ুন

After the massive success of Bharam, the team is back with another gripping tale. And this time you’ll get thrill, spice...

'স্বাদ অনুসার'-এর সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন প্রতীক মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করেছেন রনজয় ভট্টাচার্য। গত অক্টোবরের শেষ হয়েছে ছবির শ্যুটিংয়ের কাজ।শিলাদিত্য জানালেন, আগামী মাসেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছোট ছবিটি।

Read more!
Advertisement
Advertisement